• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
অতিমানব আন্দ্রে রাসেল

সেঞ্চুরির পর আন্দ্রে রাসেল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

হ্যাটট্রিকের সঙ্গে ঝড়ো সেঞ্চুরি

অতিমানব আন্দ্রে রাসেল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ আগস্ট ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল দারুণ এক অলরাউন্ড নৈপুণ্য দেখালেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। বল হাতে প্রথমে হ্যাটট্রিক করলেন। পরে ব্যাট হাতে মাত্র ৪৯ বলে করলেন অপরাজিত ১২১ রান। তার সেঞ্চুরি পূর্ণ হয় ৪০ বলেই। আর রাসেলের এই ব্যাটে-বলের নৈপুণ্যে শুক্রবার তার দল জ্যামাইকা তালাওয়াস ৪ উইকেটে ত্রিনবাগো নাইট রাইডার্স দলকে পরাজিত করে।

ত্রিনবাগোর ইনিংসে মুনরো ৬১, ম্যাককালাম ৫৬, লিন ৪৬ ও ড্যারেন ব্রাভো ২৯ রান করেন। জ্যামাইকার রাসেল ৩৮ রানে ৩টি এবং সান্তোকি ৪১ রানে, ইমাদ ওয়াসিম ২৩ রানে ও জাম্পা ৩৫ রানে ১টি করে উইকেট লাভ করেন।

জ্যামাইকার ইনিংসে রাসেল ৪৯ বলে ৬টি চার এবং ১৩টি ছয়ে করেন অপরাজিত ১২১ রান। এ ছাড়া লুইস ৫১ ও চার্লস ২৪ রান করেন। ত্রিনবাগোর আলি খান ২৪ রানে ৩টি, ফাওয়াদ আহমেদ ৪৬ রানে ২টি এবং গ্যাব্রিয়েল ২৮ রানে ১টি উইকেট লাভ করেন।

অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার লাভ করেন রাসেল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads