• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
উদ্বোধনী জুটিতে কারা?

এশিয়া কাপের লোগো

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

উদ্বোধনী জুটিতে কারা?

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

প্রথম ম্যাচে হয়তো দলের প্রয়োজনে এবং নিজের তাগিদে ইনজুরি নিয়েও খানিকটা মূল্যবান সময় ক্রিজে ছিলেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। কিন্তু পরের ম্যাচে তো আর তাকে নিয়ে রিস্ক নেওয়া যাবে না। তাই তামিমকে ছাড়াই সাজাতে হবে দ্বিতীয় ম্যাচের একাদশ। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান। অথচ এমনটা কল্পনা করাও কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই করতে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। প্রশ্ন হলো, আগামী বৃহস্পতিবার আফগানিস্তান দলের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের উদ্বোধনী জুটিতে খেলবেন কারা?

টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে স্কোয়াডের বাকি ১৫ জনের ওপর। টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সরাসরি উদ্বোধনী জুটি নিয়ে কিছু বলেননি। তবে তিনি মনে করছেন, তামিমকে ছাড়াই বাংলাদেশ দল খেলতে প্রস্তুত, ‘দলে ছোটখাটো চোট আছে। এটা নিয়েই খেলোয়াড়দের খেলতে হবে। আমি বিশ্বাস করি, তামিমকে ছাড়া আমাদের সবাই খেলার জন্য প্রস্তুত আছে। আশা করি, সবাই যার যার দায়িত্ব পালন করতে পারবে। আর তাহলেই ইতিবাচক ফলাফল আসবে।’

টুর্নামেন্ট থেকে তামিমের ছিটকে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সেটাই এখন বাস্তবতা। সবার প্রশ্ন উদ্বোধনী জুটিতে কারা থাকছেন। যদিও ওপেনিংয়ে লিটন দাস আছেন। ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতা মোহাম্মদ মিঠুনের থাকলেও আফগানদের বিপক্ষে লিটনের সঙ্গে নাজমুল হোসেন শান্তর দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। শান্ত তাই ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকতে পারেন। মাত্র একটি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা শান্ত গত এক বছর ধরে দলের সঙ্গেই আছেন। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও ছিলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। যদিও কোনো ম্যাচেই নামা হয়নি তার। তবে কোনো কারণে শান্তকে না খেলালে একাদশে আরো একটি পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে মিঠুনকেই ওপেনিংয়ে পাঠানো হতে পারে। মিঠুন ওপেনিংয়ে খেললে ভাগ্য খুলতে পারে আরিফুল হকের।

এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে তামিমকে ছাড়াই নামতে হয়েছিল বাংলাদেশকে। ওইবার অসুস্থতার কারণে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেননি তামিম। এবার আফগানরা কঠিন প্রতিপক্ষ না হলেও সম্প্রতি তাদের বিপক্ষে বাংলাদেশের ফলাফল ইতিবাচক নয়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটিতেই বাংলাদেশ হার মেনেছে বড় ব্যবধানে। এজন্য আফগানদের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

এখন দেখার বিষয়, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট লিটন দাস, মিঠুন ও শান্তর মধ্য থেকে উদ্বোধনী জুটি বাছাই করে, নাকি অভিজ্ঞ কাউকে লিটনের সঙ্গে মাঠে নামায়। যেটাই তারা করুক না কেন, দলের সবার মধ্যে ভালো খেলার আত্মবিশ্বাস থাকলে ফলাফল আশাব্যঞ্জক হবেই। আর আত্মবিশ্বাস থাকলে যে ভালো করা যায়, তা কিন্তু তামিমই বুঝিয়ে দিয়েছেন ইনজুরি নিয়ে ও এক হাতে ব্যাট করে। সে যাই হোক, তামিমের অনুপস্থিতি বাংলাদেশ দলকে অবশ্যই চিন্তায় ফেলে দিয়েছে। আর এখন কাজ হলো তা ওভারটেক করে দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়া। উদ্বোধনী জুটি অবশ্যই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চিন্তা তো থাকবেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads