• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আগামী ম্যাচের প্রেরণা মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান

সংগৃহীত ছবি

ক্রিকেট

আগামী ম্যাচের প্রেরণা মোস্তাফিজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর সুপার ফোরের প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ দলকে নিয়ে চারদিকে সমালোচনা শুরু হয়। বাংলাদেশের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তামিম ইকবালের বিকল্প খেলোয়াড় আনা হয়। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ হয়ে ওঠে বাংলাদেশের বাঁচা-মরার লড়াইয়ে। মোস্তাফিজুর রহমানের চমকে ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারই কথা বাংলাদেশের। মোস্তাফিজই এখন বাংলাদেশের আগামী ম্যাচের প্রেরণা হয়ে দাঁড়িয়েছেন।

মোস্তাফিজ তার বোলিং-জাদু পাকিস্তানের বিরুদ্ধে আগামীকালের ম্যাচে অব্যাহত রাখবেন, পাশাপাশি দলের বাকিরা উজ্জীবিত হয়ে লড়বেন- সবার প্রত্যাশা এমনটাই। গতকাল সবার মুখে ছিল মোস্তাফিজ-বন্দনা।

ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা তো মোস্তাফিজকে অভিহিত করেছেন ম্যাজিশিয়ান হিসেবে। তিনি বলেন, ‘ম্যাচ শেষে মোস্তাফিজই ম্যাজিশিয়ান। এমন পরিস্থিতির ম্যাচে আগে অনেক হেরেছি। তবে এবার আমরা পেরেছি।’

মোস্তাফিজের প্রশংসা করতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মোস্তাফিজের শেষ ওভারের বোলিংকেই টার্নিং পয়েন্ট বলব। আমাদের জুটি হয়তো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ৬ বলে ৮ রান আটকানো সহজ নয়। মোস্তাফিজ যেভাবে বল করেছে, সেটা ছিল অসাধারণ। সব বোলারই ভালো করেছে, তবে মোস্তাফিজকে আলাদা কৃতিত্ব দিতে হবে।’

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে জিততে ৬ বলে ৮ রানের সমীকরণ মেলাতে না পারাটাকে কষ্টদায়ক মনে করলেও আফগান অধিনায়ক আসগর আফগান পুরো কৃতিত্বটাই দিলেন মোস্তাফিজকে। আসগর বলেছেন, ‘আট রান কোনো কঠিন বিষয় ছিল না; কারণ রশিদ, নবী, শেনওয়ারি এটা করতে পারত। কিন্তু এর সব কৃতিত্ব আমি মোস্তাফিজকে দিতে চাই। সে বৈচিত্র্যময় বোলিং করেছে।’

বাংলাদেশে গভীর রাতে মোস্তাফিজের চমকে উৎসাহ-আনন্দের এক ফোয়ারা তৈরি হয়েছে, তা দলের বাকি খেলোয়াড়দেরও উজ্জীবিত করবে বলে বিশ্বাস আমাদের। এই মনোবল নিয়ে আগামীকাল পাকিস্তানের সঙ্গে জয় পেতেই মাঠে নামবে মাশরাফির দল। আর ওই ম্যাচে জয়লাভ করতে পারলে ২০১৬ সালের মতো এবারো ফাইনালে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads