• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মুশফিক-মিঠুনের জোড়া অর্ধশতকে চাপ সামাল দিল বাংলাদেশ

ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন মুশফিক-মিঠুন

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

মুশফিক-মিঠুনের জোড়া অর্ধশতকে চাপ সামাল দিল বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে আজ সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। আঙ্গুলের চোটের জন্য সাকিব আল হাসান এ ম্যাচে খেলছেন না। তড়িঘড়ি করে দেশ থেকে উড়িয়ে আনা ওপেনার সৌম্য সরকার সুযোগ পেয়েছেন এ ম্যাচে। নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলছেন তিনি। সাকিবের জায়গায় মুমিনুল হক ফিরেছেন দলে। আর স্পিনার নাজমুলের জায়গায় খেলছেন রুবেল হোসেন। খেলার শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে বাংলাদেশ। পাঁচ বল খেলে শুন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। জুনায়েদ খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তার যায়গায় ব্যাটিংয়ে নেমে শাহীন শাহ আফ্রিদির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। এরপরই ১৬ বলে ছয় রান করে মুমিনুলের পথ ধরেন লিটন দাস। তিনিও বোল্ড হন জুনায়েদ খানের বলে। সেখান থেকে ইনিংস মেরামতে নেমেছেন মুশফিক-মিঠুন। ৩০ ওভার শেষে স্কোর ৩ উইকেটে ১৩৮। মুশফিক করেছেন ৮২ বলে ৬৮ আর মিঠুন ৭৩ বলে ৫৩ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ দল : লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads