• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
তামিমের শহরে তামিমহীন ম্যাচ

তামিম

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

তামিমের শহরে তামিমহীন ম্যাচ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম তামিম ইকবালের শহর। দল খেলবে কিন্তু তামিম থাকবেন না, সেটা তখনই হতে পারে, যখন তিনি অবসরে যাবেন। কিন্তু এবার তার ব্যতিক্রম হলো। ব্যাটিং তারকা তামিম ইকবালকে ছাড়াই গতকাল বুধবার অনুষ্ঠিত হলো সফরকারী জিম্বাবুয়ের সঙ্গে স্বাগতিকদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। তামিমকে মিস করেছেন সতীর্থরা, মিস করেছেন দর্শকরা। শুধু তামিমই নন, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচটিতে চট্টগ্রামেরও কেউ ছিলেন না বাংলাদেশ একাদশে।

এশিয়া কাপের এক ম্যাচে লঙ্কান বোলার সুরঙ্গা লাকমলের মারাত্মক সব ডেলিভারি অপর প্রান্তে দাঁড়িয়ে এক হাতেই মোকাবেলা করেছিলেন তামিম। যে ম্যাচের শুরুতে এই লাকমলের বলেই আঙুলে মারাত্মক আঘাত পেয়েছিলেন তিনি। দুবাইয়ের সেই ম্যাচের পর এক মাস নয় দিন পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি সুস্থ হননি দেশসেরা হার্ড হিটার ওপেনার তামিম। ইনজুরির কারণে আপাতত বিশ্রামেই আছেন তিনি। তাই খেলতে পারছেন না জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো রঙিন জার্সির খেলা। খেলা উপভোগ করতে দর্শকের ঢল নামতে শুরু করলেও তাদের মধ্যে উচ্ছ্বাস কিছুটা কম ছিল। কারণ একটাই। এই প্রথম তামিমের শহরে তামিমকে ছাড়াই মাঠে নামছেন মাশরাফিরা। বহু দর্শকের আক্ষেপ- ঘরের মাঠে খেলা, অথচ ঘরের ছেলে মাঠে নেই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads