• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নিউ নেশনকে হারালো বাংলাদেশের খবর

স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটে দাপুটে জয়ে মিশন শুরু করলো দৈনিক বাংলাদেশের খবর

ছবি : বাংলাদেশের খবর

ক্রিকেট

নিউ নেশনকে হারালো বাংলাদেশের খবর

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০১৮

স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটে দাপুটে জয়ে মিশন শুরু করেছে দৈনিক বাংলাদেশের খবর। আজ পল্টন ময়দানে দিনের শেষ ম্যাচে দি নিউ নেশনকে ২৮ রানে পরাস্ত করে দলটি। কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুখোমুখি হবে বাংলাদেশের খবর। এই ম্যাচে জয়ী দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

নিউ নেশনের সঙ্গে বাংলাদেশের খবরের ম্যাচটি ছিল রোমাঞ্চে ঠাসা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশের খবর। দলীয় তিন রানের মধ্যেই দলটি হারায় গুরুত্বপূর্ণ তিন উইকেট। দলের এমন বিপর্যয়ে শক্ত হাতে হাল ধরেন অধিনায়ক মাহমুদুন্নবী চঞ্চল। তার সঙ্গে ছিলেন আর কে জ্যান। নিউনেশন বোলারদের ঘাম ছুটিয়ে রানের গতি বাড়াতে থাকে এই জুটি। শেষ পর্যন্ত ইনিংস শেষ করে মাঠ ত্যাগ করেন চঞ্চল-জ্যান। নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশের খবরের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ৭৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানে অপরাজিত থাকেন চঞ্চল। তার ইনিংসে ছিল সাতটি চারের মার। ফলে অনুমিতভাবে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনিই। এছাড়া চারটি চারে ১৯ রানে অপরাজিত থাকেন আর কে জ্যান।

৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই তালগোল পাকায় নিউ নেশন। বাংলাদেশের খবরের বোলারদের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি তারা। প্রথম ওভারেই বাংলাদেশ খবরের অতিথি খেলোয়াড় শান্ত মাহমুদ জ্বলে উঠেন পুরোদমে। দুর্দান্ত থ্রোতে করেন প্রথম রান আউট, পরে দুটি বোল্ড। প্রথম ওভারে তিন উইকেট হারানো নিউ নেশন মাঝের দিকে ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও নাজমুল হোসাইনের পেস তোপে সব চুরমার হয়ে যায়। শেষ দুটি উইকেট নাজমুল তুলে নেন আগুন গতিতে স্ট্যাম্প উপড়িয়ে। ৪৫ রানে অল আউট নিউ নেশন। দারুণ জয় বাংলাদেশের খবরের। বল হাতে স্পিন ভেলকি দেখান বাংলাদেশের খবরের কবিরুল ইসলাম। উইকেট না পেলেও তার বলে দিকহারা ছিলো প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। ব্যাট কিংবা বল কিছুই করতে হয়নি দলের অন্য সদস্য আহমদ আতিককে। তবে মোটা শরীর নিয়েও দারুণ ফিল্ডিং করেছেন তিনি।

বাংলাদেশের খবর ছাড়াও আজ টুর্নামেন্টের তৃতীয় দিনে জয় পায় বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন। প্রতিপক্ষ না আসায় ওয়াকওভার পায় সময় টিভি, কালের কন্ঠ ও বণিক বার্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads