• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সৌম্যর দারুণ প্রস্তুতি

সংগৃহীত ছবি

ক্রিকেট

সৌম্যর দারুণ প্রস্তুতি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নিজেকে বেশ ঝালাই করে নিলেন এই বাঁ হাতি ওপেনার। সঙ্গে প্রস্তুতিটা ভালোই হয়েছে আরেক ওপেনার সাদমান ইসলামের। ড্র হওয়া প্রস্তুতি ম্যাচের পরই সুখবর পেয়েছেন সাদমান। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশের টেস্ট দলে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ৩০৩ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল। জবাবে বিসিবি একাদশ দ্বিতীয় ও শেষ দিন শেষে করে ৫ উইকেটে ২৩২ রান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ব্যাট করতে নেমে গতকাল উদ্বোধনী জুটিতেই চমক দেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। দুজনে তোলেন ১২৬ রান। ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করে সাজঘরে ফেরেন সৌম্য। ১০৩ বলের ইনিংসে ১০টি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। রান-বলের সমীকরণ বলছে যথেষ্টই আক্রমণাত্মক ছিলেন সৌম্য। তবে এদিন ছেড়েছেন অনেক বল, কাজে লাগিয়েছেন বাজে বলগুলো।

নতুন বলের আরেক বোলার শ্যানন গ্যাব্রিয়েলের পাঁচ ওভারে সৌম্যর সঙ্গে জমে ওঠে দারুণ লড়াই। গতিময় এই পেসারকে তাড়া করতে গিয়ে শুরুতে বার দুয়েক একটুর জন্য বলের কানা নেয়নি তার ব্যাট। পেস পরীক্ষায় উতরে যাওয়া সৌম্যকে ভোগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের স্পিন। বেরিয়ে এসে লংঅফ দিয়ে রোস্টন চেসকে ছক্কায় ওড়ান এই তরুণ। পরে কাট করে তুলে নেন বাউন্ডারি।

এক বছরের বেশি সময় পর টেস্ট খেলার অপেক্ষায় থাকা সৌম্যর সেঞ্চুরিকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। সাবলীল ব্যাটিং করা বাঁ-হাতি ওপেনারকে থামান জোমেল ওয়ারিক্যান। বাঁ-হাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য।

আরেক ওপেনার সাদমান ইসলাম করেন দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৬৯ বলে তার সংগ্রহ ৭৩ রান। ১০টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন একটি ছক্কা। ইনিংসটা বড় করতে পারতেন। কিন্তু রান আউটের খপ্পরে পড়ে আউট তিনি। ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত করেন ২১ রান। মোহাম্মদ মিঠুন থাকেন ২৭ রানে অপরাজিত। জাকির হাসান করেন ১৮। লিটন দাস ওপেন করলেও প্রস্তুতি ম্যাচে তিনি নেমেছিলেন ছয় নম্বরে। ৩ বলে ১ রান করে তিনি গ্যাব্রিয়েলের বলে বোল্ড। ২৮ বলে ২ রানে অপরাজিত থাকেন ফজলে মাহমুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads