• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বাংলাদেশকে রোভম্যান পাওয়েলের হুমকি

রোভম্যান পাওয়েল

সংগৃহীত ছবি

ক্রিকেট

বাংলাদেশকে রোভম্যান পাওয়েলের হুমকি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

টেস্টে নেতৃত্বে ছিলেন ক্রেইগ ব্রাফেট। তবে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব রোভম্যান পাওয়েলের কাঁধে। আজ থেকে শুরু হবে বাংলাদেশের সঙ্গে উইন্ডিজের ওয়ানডে সিরিজ মিশন। তার আগে টাইগার শিবিরকে প্রচ্ছন্ন হুমকিই দিয়েছেন পাওয়েল। তার মতে, বাংলাদেশকে হারানোর মতো যথেষ্ট ভালো দল ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু ঘরের মাঠে প্রিয় ফরম্যাটে বাংলাদেশ দুর্দমনীয়, এটাও জানেন ক্যারিবীয় অধিনায়ক। আর তাই পরক্ষণেই আশা করছেন রোমাঞ্চকর এক সিরিজে, যেখানে তার দৃষ্টিতে লড়াই হবে সমানে সমান।

টেস্ট সিরিজের ধবলধোলাইয়ের স্মৃতি সরিয়ে রেখে পাওয়ালের দৃষ্টি ৫০ ওভারের ম্যাচে, ‘আমরা এখন আর টেস্ট সিরিজের দিকে মনোযোগ রাখছি না। আমরা এখন সাদা বলের ক্রিকেটে মনোযোগী। ছেলেরা বেশ অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী। আশা করছি আমরা সম্ভবপর সেরা ফলাফল পাব।’ গত জুলাই-আগস্টে এই বাংলাদেশের সঙ্গে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার ঘরের মাঠে বাংলাদেশ, যা ওয়েস্ট ইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং মনে করছেন পাওয়েল- ‘এটা খুব চ্যালেঞ্জিং হবে। ঘরের সুবিধায় থাকা যেকোনো দলকে মোকাবেলা করা কঠিন। বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। দলগতভাবে আমরা এ বিষয়ে বেশ সতর্ক আছি। ক্যারিবিয়ানে তারা আমাদের পরাজিত করেছে আর আমরা এখানে ঠিক সেটাই করতে চাচ্ছি।’

বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব ও তামিম। তারপরও পূর্ণশক্তির বাংলাদেশের বিরুদ্ধে পাওয়েল ভাবছেন, ‘আমার মনে হয় বাংলাদেশকে হারানোর জন্য আমরা যথেষ্ট ভালো দল। তারা পূর্ণশক্তি পেয়েছে, কিন্তু আমরাও পূর্ণশক্তির কাছাকাছিই আছি। খুবই রোমাঞ্চকর সিরিজ হবে।’ ওয়েস্ট ইন্ডিজ দলে ব্রাভো ও স্যামুয়েলসের প্রত্যাবর্তন পাওয়েলের কাছে আশাজাগানিয়া, ‘দুজন অভিজ্ঞ খেলোয়াড় যারা স্পিনে ভালো, তাদের পাওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই ভালো লক্ষণ।’

তারপরও ওয়ানডে সিরিজ একপেশে হবে না বলে মনে করছেন তিনি। তার মতে, ‘এটাকে খুবই সমান-সমান মনে হচ্ছে। উভয় দলে ভালো স্পিনার, ফাস্ট বোলার ও ব্যাটসম্যান আছে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। প্রতিটি খেলায় তারাই জিতবে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ভালো করবে।’

অধিনায়কত্বে চাপ অনুভব করছেন না রোভম্যান। তার মতে, ‘এটা কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিন্তু আপনি তখনই অধিনায়ক যখন আপনি ফিল্ডিংয়ে থাকেন। যখনই আমরা ব্যাটিংয়ে নামব, তখন আর আমি অধিনায়ক নই। আমি শুধুই রোভম্যান পাওয়েল যে তার পজিশনে ব্যাট করবে। এছাড়া আমাদের মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও টি২০ অধিনায়ক কার্লোস ব্রাফেটসহ কিছু সিনিয়র খেলোয়াড় আছে। তাই পুরো সময়টাতে আমাকে সহায়তা দিতে প্রচুর অভিজ্ঞতার সম্মিলন থাকছে।’

দীর্ঘদিন ওয়ানডে সিরিজ জয়ের মুখ দেখছে না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিরুদ্ধে সেই কাজটি করতে মুখিয়ে পাওয়েল শিবির, ‘আমরা দীর্ঘদিন ওয়ানডে সিরিজ জিতিনি। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। ভারতে আমরা কিছুটা চমৎকার ক্রিকেট খেলেছি, কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমন ফল পাইনি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads