• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিরল সম্মান পেলেন মোস্তাফিজ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বিরল সম্মান পেলেন মোস্তাফিজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের ক্রিকেটের গর্ব তরুণ পেস বোলার মোস্তাফিজুর রহমান। খুব বড় কোনো রেকর্ড গড়তে না পারলেও একটি বিরল সম্মান পেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবেচনায় ওই সম্মানটা পেয়েছেন বাঁহাতি এই বাংলাদেশি পেসার। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচিত বর্ষসেরা ওয়ানডে একাদশে রয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।

২০১৮ সালের বিশ্ব ওয়ানডে ক্রিকেটের আঙিনায় অনেক উত্থান-পতনের ঘটনা ঘটেছে। এই বছরের ওয়ানডেতে আরেকবার দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। ব্যক্তিগত পারফরম্যান্সে অনেকেই ছাড়িয়ে গেছেন নিজের সেরা অর্জনকে। মোস্তাফিজুর রহমান এমন কোনো কীর্তি না গড়তে পারলেও ছিলেন দারুণভাবে ধারাবাহিক।

চলতি বছরটা ছিল স্পিনারদের বছর। আলোকিত পারফরম্যান্সে অনেকেই নিজেদের সেরাটা দেখিয়েছেন। স্পিনারদের পারফরম্যান্সের মাঝেই ধারাবাহিক ছিলেন মোস্তাফিজ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে ভয় ছড়ানো বাঁহাতি এই পেসার ইকোনমি রেট ধরে রেখে প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিয়েছেন বাংলাদেশকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বর্ষসেরা একাদশে মোস্তাফিজকে রাখার কারণ হিসেবে জানিয়েছে, তার এশিয়া কাপ ক্রিকেট পারফরম্যান্স। সংযুক্ত আরব আমিরাতে ওই প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানের ৪ উইকেট নেওয়ার পর ভারতের বিপক্ষে ফাইনালে ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট। মোস্তাফিজের সঙ্গে একাদশে দ্বিতীয় পেসার হিসেবে আছেন ভারতের জসপ্রীত বুমরাহ।

বিরাট কোহলিকে অধিনায়ক করে ঘোষিত একাদশে ওপেনার ভূমিকায় আছেন তার জাতীয় দল সতীর্থ রোহিত শর্মা ও ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ওয়ান ডাউনে তারা রেখেছে জো রুটকে। চার নম্বরে নামা বিরাট কোহলির পর আছেন দারুণ এক বছর কাটানো শিমরন হেটমায়ার। এই একাদশের উইকেটরক্ষকের ভূমিকায় ইংল্যান্ডের জস বাটলার। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সঙ্গে দুই স্পিনার রশিদ খান ও কুলদীপ যাদব।

বর্ষসেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, জসপ্রীত বুমরাহ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads