• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পরাজয়ে শুরু ভারতের

ভারতের উইকেট পতনে উল্লাস অজি ফিল্ডারদের

ছবি : ক্রিকইনফো

ক্রিকেট

পরাজয়ে শুরু ভারতের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০১৯

টেস্ট সিরিজ হারলেও ভারতের বিপক্ষে ওয়ানডেতে জয় দিয়ে শুরু করল স্বাগতিক অস্ট্রেলিয়া। গতকাল শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়া জিতেছে ৩৪ রানে। অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ২৮৮ রানের জবাবে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৪ রান তুলতে সক্ষম হয়।

ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছিলেন, দীর্ঘদিন পর তিনি ক্যারির সঙ্গে ওপেন করার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু শুরুতে দুই ওপেনার ভরসা দিতে পারলেন না। ক্যারি ফিরলেন ২৪ রান করে। ৬ রান করে অনেক আগেই ফিরে গিয়েছিলেন ফিঞ্চ। এরপর তিন ও চার নম্বরে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন উসমান খাজা ও শন মার্শ। দুজনের ব্যাট থেকেই আসে হাফসেঞ্চুরি। খাজা ৮১ বলে ৫৯ রান করে আউট হন। অন্যদিকে ৭০ বলে ৫৪ রান করে ফেরেন শন মার্শ। দুই ব্যাটসম্যান ফিরতেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন পিটার হ্যান্ডসকম্ব ও মার্কাস স্তইনিস। হাফসেঞ্চুরি করেন হ্যান্ডসকম্বও। তিনি থামেন ৭৩ রানে। স্তইনিস ৪৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ১১ রান করে অপরাজিত থাকেন। কুলদীপ যাদব ও ভুবনেশ্বর কুমার নেন ২ উইকেট করে। এক উইকেট রবীন্দ্র জাদেজার।

২৮৯ রানের লক্ষ্যে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় ভারত। ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। নিয়ম মতোই কোনো ভরসা দিতে পারলেন না ধাওয়ান। রানের খাতাও খুলতে পারেননি। এরপর শুধু ফেরার পালা। ৩ রান করে আউট হন অধিনায়ক বিরাট কোহলি। আবার ধাওয়ানের পর কোনো রান না করে ফিরলেন আম্বাতি রাইডু। রিটার্ডসন ও বেহেনড্রফ রীতিমতো চাপে রাখেন ভারতীয় ব্যাটসম্যানদের। ৩.৫ ওভারে চার রানে তিন উইকেট হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মার সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি। প্রায় এক বছর পর তার ব্যাট থেকে এলো একদিনের ম্যাচে হাফসেঞ্চুরি। তিনি করেন ৫১ রান। ধোনি ফেরার পর মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান দীনেশ কার্তিক। উল্টোদিকে একাই লড়াই চালিয়ে যান রোহিত শর্মা। নিজের ২২তম সেঞ্চুরিটিও সেরে ফেলেন তিনি। ১২৯ বলে ১৩৩ রান করে আউট হন রোহিত শর্মা। তার ইনিংসটিতে ছিল ১০টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। জাদেজা আউট হন আট রান করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads