• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সিরিজে সমতা ভারতের

শতরানের পথে বিরাট কোহলি

ছবি : ক্রিকইনফো

ক্রিকেট

সিরিজে সমতা ভারতের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৯

সিডনিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩৪ রানে হেরে যায় ভারত। তবে গতকাল মঙ্গলবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে সমতা আনল সফরকারীরা। অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরি আর অভিজ্ঞ ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির মূল্যবান অপরাজিত হাফসেঞ্চুরির ওপর ভর করে জয় পায় ভারত। ম্যাচে অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ২৯৮ রানের জবাবে ভারত ৪ উইকেটে করে ২৯৯ রান।

রান তাড়া করতে নেমে ৪৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ২৮ বলে ৩২ রান করে আউট হন শিখর ধাওয়ান। এরপর কোহলি-রোহিত শর্মা, কোহলি-রাইডু ও কোহলি-ধোনি এই তিন জুটি ভারতকে বড় টার্গেট অতিক্রম করতে সহায়তা করে। রোহিত ৪৩, রাইডু ২৪ রান করেন। ম্যাচসেরা কোহলি আউট হন দলীয় ২৪২ রানের সময়। তিনি করেন ১১২ বলে ৫ চার ও ২ ছয়ে ১০৪ রান। শেষ পর্যন্ত ধোনি ৫৪ বলে ২ ছয়ে ৫৫ রানে অপরাজিত থাকেন। কার্তিক মাত্র ১৪ বলে করেন অপরাজিত ২৫ রান। অস্ট্রেলিয়ার বেহরেনডর্ফ, রিচার্ডসন, স্টোইনিস ও ম্যাক্সওয়েল ১টি করে উইকেট পান। 

এর আগে টসে জিতে শন মার্শের সেঞ্চুরি আর গ্লেন ম্যাক্সওয়েলের দ্রুতগতির ৪৮ রানে ভালোই স্কোর গড়ে অস্ট্রেলিয়া। শুরুটা মনমতো করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ২৬ রানেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার অ্যালেক্স ক্যারে ও অ্যারন ফিঞ্চ। তৃতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন শন মার্শ ও উসমান খাজা। ব্যক্তিগত ২১ রানের মাথায় রান আউটের শিকার হন খাজা। পিটার হ্যান্ডসকম্ব (২০) ও মার্কস স্টোইনিসকে (২৯) সঙ্গে নিয়ে দলের ইনিংস গড়েন মার্শ। ষষ্ঠ উইকেট জুটিতে মূলত ম্যাচের দখল পুরোপুরি নিয়ে নেন ম্যাক্সওয়েল ও মার্শ। দুজন মিলে মাত্র ৬৫ বলে যোগ করেন ৯৪ রান। ম্যাক্সওয়েল ৩৭ বলে ৫ চার এবং ১ ছয়ে ৪৮ রান করেন। মার্শ ১৩১ রানের ঝকঝকে ইনিংস গড়েন ১২৩ বলে ১১ চার ও ৩ ছয়ে। ভারতের পক্ষে বল হাতে ভুবনেশ্বর কুমার ৪টি ও মোহাম্মদ শামী নেন ৩টি উইকেট। জাদেজা পান ১টি উইকেট।

আগামী শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সেই সঙ্গে শেষ হবে ভারতের অস্ট্রেলিয়া সফর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads