• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শঙ্কায় স্টিভ রোডস

স্টিভ রোডস

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

নিউজিল্যান্ড সফর

শঙ্কায় স্টিভ রোডস

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

বিপিএলের পর বাংলাদেশ ক্রিকেট দলের মিশন নিউজিল্যান্ড। যেখানে টাইগার শিবির খেলবে টেস্ট ও ওয়ানডে সিরিজ। নেই কোনো টি-টোয়েন্টি। ফলে চলমান বিপিএল দলের জন্য আদর্শ প্রস্তুতি হচ্ছে না। আবার মন্থর উইকেটও বাড়াচ্ছে হা হুতাশ। কারণ এর উল্টো উইকেট নিউজিল্যান্ডে। সব মিলিয়ে নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় দলের প্রস্তুতি নিয়ে শঙ্কায় রয়েছেন হেড কোচ স্টিভ রোডস।   

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ৬ ফেব্রুয়ারি, ফাইনাল ৮ ফেব্রুয়ারি। ওয়ানডে দলের যারা ফাইনালের দুই দলে থাকবেন না, তাদের নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ৭ ফেব্রুয়ারি। ফাইনালে খেলবেন যারা, তারা ঢাকা ছাড়বেন পরদিনই। নিউজিল্যান্ড সফরের আগে তাই দেশে একদিনও অনুশীলন করতে পারবে না দল।

সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে অস্বস্তিটা গতকাল সংবাদমাধ্যমে লুকালেন না বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আমরা যে এরকম উইকেটে খেলে যাচ্ছি, নিউজিল্যান্ড যেন না জানে! (হাসি)। সত্যি বলতে, বিপিএল খেলেই সরাসরি নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে যাওয়া আদর্শ প্রস্তুতির ধারে কাছেও নয়। কিন্তু এ নিয়ে কি-ই বা করার আছে আমাদের! বিপিএল দারুণ টুর্নামেন্ট। কোনো একটি সময়ে আয়োজন করতেই হতো, এই সময় করা ছাড়া আর উপায় ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বাস্তবতা বুঝি। যারা ওয়ানডে দলে থাকবে, এটির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা জানি, ওয়ানডে সিরিজের জন্য আমাদের প্রস্তুতিতে খুব তাড়াহুড়ো থাকবে। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং যে ম্যাচই আসুক, জয়ের চেষ্টা করতে হবে। টেস্ট যারা খেলবে, ওরা একটু সময় পাবে মানিয়ে নেওয়ার। আশা করি ওদের সমস্যা হবে না।’

নিউজিল্যান্ড সফরের তিনটি ওয়ানডের পর বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আর একটি ওয়ানডে সিরিজ। মে মাসের প্রথম সপ্তাহে অংশ নেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে, যেখানে তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। রোডসের ধারণা, বিশ্বকাপের জন্য প্রস্তুতি খারাপ হবে না বাংলাদেশের। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড সফর আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। দেশ ছাড়ার আগে মিরপুরে আমাদের ছোট্ট একটি ক্যাম্প হবে। তার পর আয়ারল্যান্ডে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের সঙ্গে খেলে ভালো অভিজ্ঞতা হবে। ওখানকার ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় মানিয়ে নিতে হবে। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে যেতে যেতে উইকেটগুলো শুষ্ক হতে শুরু করবে। আশা করি, দল তখন জয়ের ধারাবাহিকতায় থাকবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads