• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ইংল্যান্ড জিতল ৮০৭ রানের ম্যাচে

ব্রাভো-গেইল (ছবিতে নেই) জুটি ভেঙে মার্ক উডের উচ্ছ্বাস

ছবি : ক্রিকইনফো

ক্রিকেট

ইংল্যান্ড জিতল ৮০৭ রানের ম্যাচে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৯

উইকেটকিপার জস বাটলার ও অধিনায়ক ইয়ুন মরগানের জোড়া সেঞ্চুরিতে ৪১৮ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। এরপর ক্রিস গেইলের ব্যাটিং বীরত্বে ৪০০ ছাড়ানোর লক্ষ্য তাড়া করে জেতার আশা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুই ওভার বাকি থাকতে ৩৮৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। গ্রানাডায় বুধবার রাতে দু’দলের সম্মিলিত ৮০৭ রানের রোমাঞ্চকর চতুর্থ ওয়ানডেতে ২৯ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড।

গ্রানাডায় ছক্কা হজম করেছেন সব বোলারই। ২৪ ছক্কা হাঁকিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ড। ২২ ছক্কায় জবাব দেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে সব মিলিয়ে হয় রেকর্ড ৪৬ ছক্কা। ২০১৩ সালে বেঙ্গালুরুতে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের ৩৮ ছক্কা ছিল আগের সর্বোচ্চ। চার-ছক্কা থেকে সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে এই ম্যাচে।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটির দৃঢ়তায় ভালো শুরু করে ইংল্যান্ড। ইংলিশ ওপেনার বেয়ারস্টো ৪৩ বলে ৫৬ রান করেন চারটি করে ছক্কা-চারে। টপ অর্ডার ব্যাটসম্যান জো রুটকে দ্রুত ফিরিয়ে দেন গতিময় পেসার টমাস। ৭৩ বলে আট চার ও দুই ছক্কায় ৮২ রান করা হেলসকে বিদায় করে ইংলিশদের কিছুটা চাপে ফেলে দেন অ্যাশলি নার্স। ২০০ রানের জুটিতে দলকে রানের পাহাড়ে নিয়ে যান মরগান ও বাটলার। মরগানের ৮৮ বলে খেলা ১০৩ রানের ইনিংস সাজানো আট চার ও ছয় ছক্কায়। বাটলার ৭৭ বলে ১২ ছক্কা ও ১৩ চারে নিজের ক্যারিয়ারে প্রথমবার ১৫০ রান করে আউট হন। বড় রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। জন ক্যাম্পবেল ও শাই হোপকে দ্রুত ফিরিয়ে দেন মার্ক উড। তবে বিস্ফোরক ব্যাটিংয়ে স্বাগতিকদের কক্ষপথে ফেরান গেইল। ড্যারেন ব্রাভোর সঙ্গে উপহার দেন ১৭৬ রানের দারুণ এক জুটি। চারটি করে ছক্কা-চারে ৬১ রান করে আউট হন ব্রাভো। দলকে ৩০০ রানের কাছে নিয়ে ফেরেন গেইল। বিস্ফোরক বাঁহাতি ওপেনারের ৯৭ বলে খেলা ১৬২ রানের ঝকঝকে ইনিংস গড়া ১৪ ছক্কা ও ১১ চারে। অ্যাশলি নার্সের সঙ্গে ৮৮ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের আশা জাগিয়ে রাখেন ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া কার্লোস ব্র্যাথওয়েট। জয়ের জন্য শেষ ৩ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩২ রান, হাতে ছিল চার উইকেট। ৪৮তম ওভারে বোলিংয়ে এসে চারটি উইকেটই তুলে নেন আদিল রশিদ। ৪৩ রান করা নার্সকে ফেরানোর পর বিদায় করেন ৩৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলা ব্র্যাথওয়েটকে।  ৩৮৯ রানে শেষ চারটি উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৮৫ রানে ৫ উইকেট নেন ইংলিশ লেগ স্পিনার রশিদ। পেসার উড ৪ উইকেট নেন ৬০ রানে। বাটলার জেতেন ম্যাচসেরার পুরস্কার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads