• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মোস্তাফিজ কেন খেলছেন না?

ক্রিকেটার মোস্তাফিজ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

মোস্তাফিজ কেন খেলছেন না?

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০২ মার্চ ২০১৯

হ্যামিল্টন টেস্টে পুরোদমে খাবি খাচ্ছে বাংলাদেশ। ব্যাট হাতে বিপর্যয়ের পর বল হাতেও নির্বিষ বাংলাদেশের বোলাররা। ক্রমশ রান পাহাড়ের দিকে এগুচ্ছে স্বাগতিক শিবির। বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪৫১। উইকেট পেতে ঘাম ঝরছে বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহী-খালেদ আহমেদদের।

রাহী, খালেদ ও এবাদত হোসেন বাংলাদেশের এই তিন পেসারের টেস্ট খেলার মোট অভিজ্ঞতা ৪টি। রাহী ৩টি টেস্ট খেলেছেন এর আগে। খালেদ একটি। আর এবাদতের তো অভিষেকই হলো। দলে মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ বোলার থাকতে কেন এই বোলিং কম্বিনেশন? কেন হ্যামিল্টন টেস্ট খেলছেন না দ্য ফিজ?

তার প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের ইংলিশ কোচ স্টিভ রোডস। তার কথার সারমর্ম, টানা তিন টেস্ট খেলানো মোস্তাফিজের জন্য বড় চাপ। বলা চলে ওয়েলিংটনের বৈরী আবহাওয়া মোকাবেলা করার জন্যই মোস্তাফিজকে বিশ্রামে রাখা হয়েছে।

হ্যামিল্টন টেস্ট শুরুর আগে বাংলাদেশের পেস বোলিং কোর্টনি ওয়ালশ জানিয়েছিলেন, চোটমুক্ত ও সতেজ রাখতে তার সেরা অস্ত্র মোস্তাফিজকে পুরো তিন ম্যাচেই খেলানোর পক্ষে নন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে রোডসও গতকাল তাই বললেন, ‘ব্যাক টু ব্যাক টেস্ট খেলা তার জন্য বেশ কঠিন। তার কাছ থেকে সেরাটা পাওয়ার জন্য তাকে চাঙ্গা রাখতে হয়। আর সামনের টেস্টে সে তো মাঠে নামছেই।’

প্রথম টেস্ট না খেলিয়ে ওয়েলিংটনে মোস্তাফিজকে নামানোর ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশের কোচ, ‘তাকে ওয়েলিংটনে খেলানোর একটা কারণ হচ্ছে, সেখানে প্রচুর বাতাসের মুখোমুখি হতে হবে। বাতাসে সে আমাদের সেরা বোলার। ওয়েলিংটনে তার অনেক দায়িত্ব। তাই এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।’

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের যে বোলিং বিভাগ, সেখানে পেসারদের মধ্যে মোস্তাফিজই সবচেয়ে অভিজ্ঞ। সামনের দিনগুলোতে বাংলাদেশি পেস আক্রমণের পতাকা বহন করবেন মোস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ শেষে ওয়ালশ একাই পেস অ্যাটাকের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন বহুবার। ক্লান্তিহীন বল করে গেছেন ওভারের পর ওভার। সেই ওয়ালশের শিষ্য মোস্তাফিজের বেলায় কেন এই অবস্থা? রোডসের যুক্তি, ‘কোর্টনি এমন বোলার ছন্দ, গতি ও লাইন-লেংথ পেতে যাকে অনেক বল করতে হতো। কিন্তু এমন বোলার আছে যাদের চাঙা থাকতে হয়, মোস্তাফিজ তাদের একজন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads