• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

‘ফলাফল তিন দিনেও সম্ভব’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১০ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক দলের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনই ভেসে গেছে বৃষ্টিতে। প্রকৃতির মন খারাপের ভাব এতই প্রকট ছিল যে দুই দিনেও ম্যাচের টস করা যায়নি। আবহাওয়ার পূর্ভাবাস বলছে, ম্যাচের বাকি তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই। পুরোদমেই মাঠে গড়াবে খেলা। আর বাংলাদেশ কোচ স্টিভ রোডস মনে করেন, এই তিন দিনেও ম্যাচের ফলাফল সম্ভব।

গতকাল শনিবার দুই আম্পায়ার কিছুক্ষণ অপেক্ষা করলে দ্বিতীয় দিনের শেষ বিকালেই মিনিট ত্রিশের জন্য মাঠে নামাতে পারতেন দুই দলকে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে তা করেননি ম্যাচের দুই আম্পায়ার পল রেইফেল ও রুচিরা পাল্লিয়াগুরুগে। টস ছাড়াই তারা সমাপ্তি ঘোষণা দেন দ্বিতীয় দিনেরও।

আম্পায়ারদের এমন সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রোডস। তার মতে, প্রায় দুই দিন বৃষ্টির কারণে কভারের নিচে থাকা উইকেটে ৩০-৪০ মিনিটের জন্য খেলতে নামা দুই দলের জন্যই হতে পারত সমান বিপদের। তাই দ্বিতীয় দিনের খেলা না হওয়ায় অসন্তুষ্ট নন রোডস।

বেসিন রিজার্ভে উপস্থিত সাংবাদিকদের রোডস বলেন, ‘আমি মনে করি দ্বিতীয় দিনে খেলা না হওয়াটা দুই দলের জন্যই ভালো হয়েছে। কারণ, এমন পরিবেশে ৪০ মিনিটের জন্য ব্যাটিং করতে নামাটা যেকোনো দলের জন্যই অন্যায় হতো।’

দ্বিতীয় দিনেও খেলা না হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে তিন দিনে। টাইগার কোচ মনে করছেন তিন দিনেও ম্যাচের ফল আসা খুব সম্ভব। তিনি বলেন, ‘ক্রিকেট মূলত অদ্ভুত এক খেলা। আপনি প্রায়ই অনেক দুই দিন, তিন দিনের ম্যাচ দেখে থাকবেন। তাই এখনো ম্যাচে ফল আসা খুবই সম্ভব বলে মনে করি আমি। দেখা যাক কাল (আজ) প্রকৃতি আমাদের কেমন আবহাওয়া উপহার দেয়।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads