• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
জীবনের দ্বিতীয় ইনিংসে মিরাজ

মিরাজের বিয়ে

ছবি : সংগৃহীত

ক্রিকেট

জীবনের দ্বিতীয় ইনিংসে মিরাজ

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ২২ মার্চ ২০১৯

বাংলাদেশের ক্রিকেটারদের বিয়ের হিড়িক পড়েছে। প্রায় সমসাময়িক সময়ে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হকের বিয়ের খবরে ক্রিকেটাঙ্গনে এক ধরনের উত্তেজনা চলছে। এই চারজনের মধ্যে সাব্বিরের বিয়ে হয়েছে সবার আগে। আজ মোস্তাফিজের এবং এপ্রিলের প্রথম সপ্তাহে মুমিনুলের বিয়ে হবে। গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কৃতী অলরাউন্ডার মিরাজ।

দুপুরে খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর রাজধানী মোড় এলাকার মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন মিরাজ। পাত্রী খুলনার সরকারি বিএল কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রীতি দুই ভাইয়ের একমাত্র ছোট বোন।

পরিবারের সদস্যরা জানান, নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেই আকদটা সেরে রাখার কথা ছিল মিরাজের। কনে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে মিরাজের পরিচয় আরো ৬ বছর আগে। মিরাজ-প্রীতির মধ্যে পরিচয় থাকলেও প্রেমের সম্পর্ক ছিল না।

মিরাজের নববধূ প্রীতির বাবা বেলাল হোসেন চাকরিজীবী। মিরাজের বাবা জানান, ‘অনেক দিন ধরেই মিরাজের বিয়ের কথা ভাবছিলেন। কিন্তু কবে, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইলাম সবাই।’

মেহেদী হাসান মিরাজ জানান, তিনি বিয়ের অনুষ্ঠান করবেন আগামী বিশ্বকাপের পর। তিনি আরো জানান, তখন জানানো হবে সবাইকে। মিরাজ বলেন, ‘বৃহস্পতিবার কাশিপুর মেঘনা অয়েল ডিপো সড়কের কনের বাড়িতে আকদ সেরে ফেলেছি। বাইরের তেমন কাউকে বলিনি। বিয়ের অনুষ্ঠান করব আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা শেষ হওয়ার পর। তখন অবশ্যই জানানো হবে সবাইকে।’ ইংল্যান্ডে আগামী মে মাসের শেষ দিকে শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে জুলাইয়ের মাঝামাঝি।

ঘরোয়া এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। মিডিয়াকর্মীরা অভিযোগ করেছেন, মিরাজ জাতীয় দলের তারকা হওয়ায় তার বাগদানের খবর শুনে সেখানে গেলেও মিডিয়াকর্মীদের এড়িয়ে চলা হয়েছে। এমনকি কাউকে কাউকে ছবি তুলতেও দেওয়া হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads