• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যাত্রা শুরু হল ভাওয়ালিকা নারী ক্রিকেট দলের

প্রতিনিধির পাঠানো ছবি

ক্রিকেট

শ্রীপুরে নারী টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

যাত্রা শুরু হল ভাওয়ালিকা নারী ক্রিকেট দলের

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০১৯

শ্রীপুর গার্লস ক্রিকেট প্রোগ্রামের আওতায় দীর্ঘ দেড় মাসের ক্রিকেট টুর্নামেন্ট শেষে গঠিত হল গাজীপুরের শ্রীপুরে উপজেলার নারী ক্রিকেট দল । সোমবার শিশুপল্লী প্লাাসের প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নামকরণ করা হয় ‘ভাওয়ালিকা নারী ক্রিকেট দল। উপজেলার হয়ে এ দলটিই এখন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে খেলায় বিভিন্ন ক্রিকেট খেলায় অংশ নেবে।

শিশু পল্লী প্লাসের উদ্যোগে তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ৬টি নারী ক্রিকেট দল গঠন করা হয়। পরে গত দেড় মাস ধরেই এ ক্রিকেট টুর্নামেন্টেন মাধ্যমে চলে প্রতিযোগিতা। সোমবার ফাইনালে খেলে কবি নজরুল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও টেপিরবাড়ি আনসার উচ্চ বিদ্যালয় অংশ নেয়। পরে এ ফাইনাল ম্যাচে টেপিরবাড়ি আনসার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এ টুর্নামেন্ট শেষে ‘ভাওয়ালিকা নারী ক্রিকেট দলের নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠার সঞ্চালনায় ও ধারাভাষ্যতায় ছিলেন শিশু পল্লী প্লাসের কর্মকর্তা মিলন রব।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। তেলিহাটি ইউপি চেয়াম্যান আবদুল বাতেন সরকার। অতিথিরা এ সময় বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দল তৈরির স্বপ্নদ্রষ্টা ও সুবিধাবঞ্চিত মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র ‘শিশুপল্লী প্লাস’র উদ্যোক্তা প্যাট্রিসিয়া অ্যান ভিভিয়ান কার। তিনি সবাইকে আগামীর বাংলাদেশের জন্য তৈরি হতে বলেন।নারীদের আরো বেশি বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads