• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ক্রিকেট

যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৭ জুন ২০১৯

রাউন্ড রবিন লিগের শেষ পর্যায়ে এসে মূলত জমে গেছে ক্রিকেট বিশ্বকাপ। শুরুটা করেছে আসলে শ্রীলঙ্কা। ধারে-ভারে যারা অনেক পিছিয়ে ছিল, তারাই হারিয়ে দিয়েছে প্রবল প্রতিপক্ষ ইংল্যান্ডকে। দর্শকদের নড়ে-চড়ে বসার শুরু সেখান থেকেই। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ড ধরাশায়ী পরের ম্যাচেও। যেখানে ইংলিশরা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এখন পরিস্থিতি এমন, শিরোপাপ্রত্যাশী ইংল্যান্ডই সেমিতে যেতে পারে কি না, তা নিয়ে জোর শঙ্কা। কারণ পরের দুটি ম্যাচে দলটির প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ভারত। স্বাগতিকদের কপালে চিন্তার ভাঁজ।

অন্যদিকে সেমির স্বপ্নে দিন কাটছে বাংলাদেশসহ কয়েকটি দলের। এর মধ্যে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কাও। ক্ষীণ সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজেরও। অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেমির টিকিট পেয়েছে। ভারতও সেমির পথে। খুব বেশি অঘটন না ঘটলে শেষ চারে যাবে নিউজিল্যান্ডও। বাকি একটি দলের সেমিফাইনাল নিয়েই আলোচনা এখন তুঙ্গে। কোন সেই দল, ইংল্যান্ড, বাংলাদেশ না পাকিস্তান? নাকি শেষ চমক দেখাবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।

বাংলাদেশের সম্ভাবনা কতটুকু সেমিতে যাওয়ার? হিসাব পরিষ্কার-বাকি দুটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। আর তাতে প্রায় সেমি নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। সে ক্ষেত্রে হারাতে হবে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলকে। কিন্তু এ দুটি ম্যাচে হারলে বাদ।

ন্যূনতম একটিতে জিতলেও সম্ভাবনা জিইয়ে থাকবে বাংলাদেশের। সে ক্ষেত্রে ইংল্যান্ডকে হারতে হবে বাকি সব ম্যাচ। ইংল্যান্ড একটিতে হারলে বাংলাদেশকে জিততে হবে দুটি ম্যাচই। পাশাপাশি বাংলাদেশের নিচে থাকা শ্রীলঙ্কার পরবর্তী তিন ম্যাচের অন্তত দুটিতে হারতে হবে। এ ছাড়া পাকিস্তানকে দুটি ও ওয়েস্ট ইন্ডিজকে একটি ম্যাচে হারতে হবে।

সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত)। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। গতকাল পাকিস্তানকে হারিয়ে থাকলে পয়েন্ট তালিকায় শীর্ষে এসে সেমির খেলাও নিশ্চিত করবে নিউজিল্যান্ড। কিন্তু পাকিস্তান জিতে থাকলে সমীকরণ আরো জটিল হবে। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে ভারত। তাদের সামনে রয়েছে আরো চারটি ম্যাচ। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইংল্যান্ড। বাকি দুটি ম্যাচ ইংল্যান্ডের রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে। বিশ্বকাপে গত ২৭ বছরে এই দুটি দলকে হারাতে পারেনি ইংলিশরা। যে সমীকরণ বাংলাদেশের জন্য স্বস্তিকরই।

সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা। লঙ্কানদের বাকি তিন ম্যাচ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সঙ্গে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পাকিস্তান। নিউজিল্যান্ড বাদে পাকিস্তানের বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান। গতকাল নিউজিল্যান্ডকে যদি হারিয়ে থাকে পাকিস্তান, তাহলে সেমির স্বপ্ন জোরালো হবে দলটির। উল্টো অশনি সংকেত তখন বাংলাদেশের জন্য। তখন বাকি দুই ম্যাচের একটিতে জিতলেও সেমির সম্ভাবনা থাকবে না বাংলাদেশের।

নিউজিল্যান্ডের সঙ্গে জিতে থাকলে পাকিস্তানের পয়েন্ট এসে দাঁড়াবে সাতে। বাকি দুটি ম্যাচে পাকিস্তান জিতলে (এর মধ্যে বাংলাদেশও আছে) পয়েন্ট হবে ১১। বাংলাদেশ শুধু ভারতের সঙ্গে জিতলে পয়েন্ট দাড়াবে ৯-এ। সে ক্ষেত্রে সেমির স্বপ্ন ভেস্তে যাবে বাংলাদেশের।

সব মিলিয়ে সামনের রাস্তা বেশ দুরূহ বাংলাদেশের জন্য। আগামী ২ জুলাই ভারতের বিরুদ্ধে ম্যাচে নামবে বাংলাদেশ। পাঁচ জুলাই লিগ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। ভারতের সঙ্গে জেতার সম্ভাবনা বাস্তবিক অর্থে খুবই কম বাংলাদেশের। কারণ বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের সঙ্গে জেতার একটিই স্মৃতি আছে বাংলাদেশের। সেটাও ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে। এরপর টানা দুই বিশ্বকাপে (২০১১, ২০১৫) ভারতের সঙ্গে হেরেছে বাংলাদেশ। শুধু তাই নয়, সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া কাপের ফাইনাল ও নিদাহাস টুর্নামেন্টের ফাইনালেও ভারতের কাছে হারের তিক্ত স্মৃতি রয়েছে বাংলাদেশের।

মজার বিষয় হলো, ওয়ানডেতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জয় সমান ৫টি। ভারতের সঙ্গে ৩৫ বার মোকাবেলা, পাকিস্তানের সঙ্গে ৩৬ বার। বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একবারই দেখা হয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে ইংল্যান্ডের নর্দাম্পটনে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর তিনটি বিশ্বকাপ পার হয়ে গেলেও পাকিস্তানের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে।

বাংলাদেশের সামনে এবার ভারত-পাকিস্তান। দুটি ম্যাচই আক্ষরিক অর্থে কোয়ার্টার ফাইনালের মতো। ক্রিকেট এক দিনের ম্যাচ। নির্দিষ্ট দিনে অনেক কিছুই হয়ে যেতে পারে। সব বিভাগে সেরাটা দিতে পারলে ভারত-পাকিস্তানকে হারানো অসম্ভব কিছু না। পাশাপাশি যদিও থাকবে জটিল সমীকরণ। তবে পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যটা সুপ্রসন্ন হলে সেমির স্বপ্নটা পূরণও হতে পারে বাংলাদেশের। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads