• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
ভারতের বিপক্ষে টাইগারদের পরিসংখ্যান

ছবি : সংগৃহীত

ক্রিকেট

ভারতের বিপক্ষে টাইগারদের পরিসংখ্যান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৯

ভারত-পাকিস্তান ম্যাচে আগের সেই উত্তাপ এখন আর দেখা যায় না। বিভিন্ন কারণে আগের সেই আমেজ তো থাকেই না, সঙ্গে বেশির ভাগ ম্যাচই বনে যায় একপেশে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা।

বিশেষত বেশ কয়েকটি ম্যাচে খুব কাছে গিয়েও বাংলাদেশের জিততে না পারা, ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তসহ বিভিন্ন কারণে বাংলাদেশ-ভারত ম্যাচ পেয়েছে আলাদা একটি মাত্রা। বিশ্বকাপে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে আজ মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে দর্শকসহ সব মহলে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের তথ্যতেও আগ্রহ থাকতে পারে পাঠকের।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তাদের বিপক্ষে এখনো পর্যন্ত ২১ ম্যাচে ৬০৪ রান করেছেন এই ব্যাটসম্যান। এছাড়া তামিম ইকবাল ১৮ ম্যাচে ৫৭৪, সাকিব আল হাসান ১৭ ম্যাচে ৫২৫, মাহমুদুল্লাহ ১৪ ম্যাচে ৩১৯, আমিনুল ইসলাম বুলবুল ৮ ম্যাচে ২৭৭ রান করেছেন।

বল হাতে সবচেয়ে সফল টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভারতের বিপক্ষে ১৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৩টি। এছাড়া  মোহাম্মাদ রফিক ১৪ ম্যাচে ১৮টি, সাকিব আল হাসান ১৭ ম্যাচে ১৮টি, মোস্তাফিজুর রহমান ৬ ম্যাচে ১৫টি, তাসকিন আহমেদ ৬ ম্যাচে ১২টি উইকেট লাভ করেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সেরা ফিল্ডার নাসির হোসাইন ৯ ম্যাচে ৭ ক্যাচ তার। এছাড়া নাসির হোসেন ৯ ম্যাচে ৬, মাশরাফি বিন মুর্তজা ১৯ ম্যাচে ৬, আফতাব আহমেদ ৬ ম্যাচে ৫, আবদুর রাজ্জাক ১২ ম্যাচে ৪ এবং রফিক ১৪ ম্যাচে ৪ ক্যাচ লুফেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads