• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সারাজীবন উইলিয়ামসনের কাছে ক্ষমা চাইব আমি: স্টোকস

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সারাজীবন উইলিয়ামসনের কাছে ক্ষমা চাইব আমি: স্টোকস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

এবারের বিশ্বকাপ ফাইনালের হিরো বেন স্টোকস সারাজীবন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম দুর্ঘটনাবশত এতো নাটকীয়তা জন্ম দেয়ার কারণেই তিনি ক্ষমা চাইবেন। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

মূল ম্যাচে জয়ের জন্য শেষ তিন বল থেকে ৯ রান দরকার ছিল ইংল্যান্ডের। ওই সময় দুই রান নেয়ার জন্য দৌড়াচ্ছিলেন স্টোকস। আউট না হতে ডাইভ দেন তিনি। কিন্তু দুর্ঘটনাবশত তার ওই ডাইভের সময় নিউজিল্যান্ডের ফিল্ডার মার্টিন গাপটিলের থ্রো ব্যাটে লাগে এবং চার হয়। এতে ম্যাচের চিত্রটাই পাল্টে যায়।

এক বলে ৬ রান পেয়ে যাওয়ায় শেষ ২ বলে ৩ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। কিন্তু শেষ দুই বলে দুটি সিঙ্গেল নেয়ায় ম্যাচ টাই হয়। ফলে সেটি সুপার ওভারে গড়ায় এবং সেখানেও টাই হয়। অবশেষে মূল ম্যাচে বাউন্ডারি বেশি হাঁকানোর কারণে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads