• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পাক-ভারত সিরিজ নিয়ে সৌরভ

সৌরভ গাঙ্গুলী

ফাইল ছবি

ক্রিকেট

পাক-ভারত সিরিজ নিয়ে সৌরভ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৯

দীর্ঘদিন হয় না ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। প্রতিবেশী দেশ দুটির রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠেও সমানভাবে প্রভাব ফেলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব নেওয়ার আগেই সৌরভ গাঙ্গুলী ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পড়েছেন প্রশ্নের মুখে। সাবেক ভারতীয় অধিনায়ক অবশ্য বল ঠেলে দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রীর কোর্টে।

ক্রিকেট মাঠের লড়াই হলেও দুই দেশের দ্বিপাক্ষিক ২২ গজের লড়াইয়ের সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নেবেন বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারত-পাকিস্তানের সিরিজ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। প্রতিবেশী দেশ দুটির দ্বিপাক্ষিক সিরিজ কী হবে-এমন প্রশ্নে ভারতের গাঙ্গুলীর উত্তর, ‘(নরেন্দ্র) মোদি জি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে (ইমরান খান) জিজ্ঞেস করুন।’ মাঠের লড়াকু গাঙ্গুলীরই দেখা মিলল সংবাদমাধ্যমের সামনে।

অবশ্য দুই দেশের প্রধানমন্ত্রীকে টেনে আনার কারণও ব্যাখ্যা করেছেন ২৩ অক্টোবর বিসিসিআইয়ের সভাপতির পদে বসতে যাওয়া গাঙ্গুলী, ‘অবশ্যই আমাদের অনুমতি নিতে হবে। কারণ আন্তর্জাতিক সফরের বিষয়গুলো সরকারের মাধ্যমেই হয়। তাই আমাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই।’ ভারত-পাকিস্তানের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২ সালে। সেবার ভারত সফরে পাকিস্তান দুই ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল।

বিসিসিআইয়ের সভাপতির পদে বসতে যাওয়া এই গাঙ্গুলীর নেতৃত্বেই ২০০৪ সালে পাকিস্তানে ঐতিহাসিক সফর করেছিল ভারত। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর ওটাই ছিল দুই দেশের প্রথম কোনো সিরিজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads