• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৯

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে দিবারাত্রি টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো কৃত্রিম আলোয় গোলাপি বলের টেস্ট ম্যাচ।

ইডেনের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও আছে অনেক আয়োজন।

তবে বাইশ গজের লড়াইয়ে নামার আগে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টস জিতে ব্যাটিংয় করবে টাইগাররা।

বাংলাদেশ একাদশে আসছে দুই পরিবর্তন। স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে পেসার আল-আমীনের। মেহেদী মিরাজের বদলে জায়গা হয়েছে স্পিনার নাঈম হাসানের।

তবে ভারতীয় একাদশে আসেনি কোনও পরিবর্তন। ইন্দোরের একাদশ নিয়েই ইডেনে নামবে স্বাগতিকরা।

প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে গোলাপি বলের চ্যালেঞ্জটা বেশি। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় টেস্টে তাই ব্যাটসম্যানদের ওপরই চাপ থাকবে বেশি।

সম্প্রতি ভারতের পারফরম্যান্সই বলে দেয় সফরকারীদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। অতীত পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশের নাম খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়াবে।

ভারত: মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), উমেশ যাদব, রবিচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ শামী ও ইশান্ত শর্মা।

বাংলাদেশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেট-রক্ষক), নাঈম হাসান, আবু জায়েদ, আল-আমিন হোসেন ও এবাদত হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads