• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যানার-পোস্টার

ফাইল ছবি

ক্রিকেট

স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যানার-পোস্টার

  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০২০

আজ ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই ম্যাচে সকল প্রকার ব্যানার, পোস্টার এবং মেসেজ বোর্ড নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। এমনকি ম্যাচের মধ্যে যে সব ৪-৬ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন দর্শকরা, নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলোর ওপরেও।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সমগ্র ভারতজুড়েই। সেইসয়েমড় সেটি ছড়িয়ে পড়েছে আসামেও। ধারণা করা হয় নাগরিকত্ব আইনের প্রতিবাদে কেউ যাতে ম্যাচ চলাকালীন সময় কোনো প্রতিবাদী ব্যানার, পোস্টার প্রচার করতে না পারে সেই জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে এটি ধারণা করা হলেও ভিন্ন সুর শোনালেন গুয়াহাটির পুলিশ কমিশনার এমপি গুপ্তা। তিনি বলেন, নাগরিকত্ব আইনের সাথে এই নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক ম্যাচে নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

২০১৭ সালে গুয়াহাটিতে ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বাসে ঢিল ছোড়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শুধু আসামের জনসাধারণ নয়, আমরা সবাই সিএবি ও সমগ্র পরিস্থিতি নিয়ে চিন্তিত। এটি একটি বড় ম্যাচ বিধায় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আমাদের প্রস্তুত থাকতে হবে যেন অস্ট্রেলিয়ার মতো কিছু না ঘটে। একই সুর বাজান এসিএ সাধারণ সম্পাদক দেবজিত সাইকিয়া। তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন নয়, অনুমতি ছাড়া কেউ যেন বিজ্ঞাপন প্রদর্শন করতে না পারে, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এই নির্দেশের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে দাবি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলবে বিসিসিআই, এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর এক কর্মকর্তা। উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে আসামে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। গোটা এলাকায় কারফিউ জারি করা হয়। ইন্টারনেটও বিচ্ছিন্ন রাখা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাঠে প্ল্যাকার্ড বহন নিষিদ্ধ করল এসিএ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads