• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘বাংলাদেশ দল শক্তিশালী’

ফাইল ছবি

ক্রিকেট

‘বাংলাদেশ দল শক্তিশালী’

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২০

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক তার ক্যারিয়ারে বহুবার বাংলাদেশে এসেছেন। সদ্যসমাপ্ত বিপিএলেও খেলেছেন এই অভিজ্ঞ খেলোয়াড়। বাংলাদেশে নিয়মিত খেলতে আসায় দেশটির ক্রিকেটের নাড়ি-নক্ষত্র সব জানা মালিকের। কাউকে পেয়েছেন দলে, কাউকে প্রতিপক্ষ হিসেবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল সম্পর্কে খুব ভালো ধারণা আছে এই অফ স্পিনিং অলরাউন্ডারের। শক্তিশালী, ভারসাম্যপূর্ণ একটি দলের বিপক্ষে খেলতে হবে বলে পাকিস্তানের ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন তিনি।

মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেনদের অনেক দিন ধরেই চেনেন মালিক। মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন-আফিফরা কি করতে পারে খুব ভালো করেই জানেন। তিন ম্যাচের সিরিজে কঠিন লড়াই আশা করছেন মালিক। ‘বাংলাদেশ শক্তিশালী, ভারসাম্যপূর্ণ একটি দল নিয়ে আসছে। গত কয়েক বছরে তাদের কাঠামো অনেক দৃঢ় হয়েছে। ওদের টি-টোয়েন্টি দলের অনেকের প্রচুর অভিজ্ঞতা রয়েছে।’

বিপিএলে তিনি খেলেছেন রাজশাহী রয়্যালসের হয়ে। দলটির শিরোপা জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ৩৮-এর কাছাকাছি গড়ে ৪৫৫ রান করে ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। রাজশাহীর হয়ে ইনিংস উদ্বোধন করা লিটন দাস ও আফিফ হোসেন আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads