• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
‘ছোটদের কাছে শিখতে আপত্তি নেই’

সংগৃহীত ছবি

ক্রিকেট

‘ছোটদের কাছে শিখতে আপত্তি নেই’

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০২০

‘তৃতীয় দিনের খেলা শেষে আমরা সবাই ফাইনাল দেখতে বসেছিলাম টিভির সামনে। ভীষণ টেনশনই হচ্ছিল কী হয়, কী হয় ভেবে! যখন ৩০ রান দরকার ছিল, অনেকগুলো ডট বলে গেছে, ভাবছিলাম পারবে তো?’- টিভির সামনে বসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল দেখার ব্যাপারে এ কথাগুলোই বলেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সেই সঙ্গে তিনি বলেন, ছোটদের কাছে শিখতে তার আপত্তি নেই।

রোববার রাওয়ালপিন্ডি টেস্টে দিনের শেষ বিকালে নাসিম শাহর হ্যাটট্রিকে মাত্র ২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। যা পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয় দলকে, জাগিয়ে তোলে ইনিংস পরাজয়ের শঙ্কা। মাঠের হতাশা ভুলে টিভিতে সরাসরি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের ম্যাচ দেখেছেন মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। গতকাল ম্যাচের চতুর্থ দিন সকালে ইনিংস পরাজয় এড়াতে খেলতে নেমে প্রথম ওভারেই আউট হয়েছেন মুমিনুল। ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানের পরাজয় বরণ করেছে বাংলাদেশ। ভরাডুবি হয়েছে জাতীয় দলের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads