• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবির ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২০

চার পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা।

পাকিস্তানে খেলা টেস্ট দল থেকে ৪ পরিবর্তন এনে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। একমাত্র টেস্টের জন্য দলে দুই নতুন মুখ ইয়াসির আলী রাব্বি আর হাসান মাহমুদ।  

শেষ দশ ইনিংসের একটি মাত্র ফিফটি করেছেন রিয়াদ। ফর্মের বিবেচনায় তাকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। দলে নেই সৌম্য সরকারও। বাদ পড়েছেন দুই পেসার রুবেল হোসেন আর আল-আমিন। ফিরেছেন মুশফিক, মুস্তাফিজ, তাসকিন এবং মেহেদী মিরাজ।

দলে বিশেষজ্ঞ স্পিনার তাইজুল, নাঈম ও মেহেদী। পার্ট-টাইম স্পিনার ইয়াসির। সঙ্গে রয়েছেন চার পেসার এবাদত, তাসকিন, মুস্তাফিজ ও হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: 

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads