• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
 লিটনের সেঞ্চুরি, ওপেনিং জুটিতে নতুন রেকর্ড

সংগৃহীত ছবি

ক্রিকেট

লিটনের সেঞ্চুরি, ওপেনিং জুটিতে নতুন রেকর্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২০

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের পর সিরিজের শেষ ম্যাচে দ্বিতীয় শতক হাঁকালেন লিটন দাস। একই সাথে ভেঙেছেন ওপেনিং জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। এরপরেই শুরু হওয়া বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ আছে।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরির পর আজ তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করতে ১৩টি চার মারেন লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে ১২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। সেবার তাকে মাঠ ছাড়তে হয় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে।

শুরু থেকেই দারুণ সব স্ট্রোক্স খেলতে থাকেন লিটন কুমার দাস। এর মধ্যেই ব্যক্তিগত শতক পাড় করলেন লিটন। তেরটি চারের মাধ্যমে ইনিংসটি সাজিয়েছেন এই টাইগার ব্যাটসম্যান। বর্তমানে তার সংগ্রহ ১১৬ বলে ১০২ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৮৪ বলে ৭৯ রান নিয়ে। 

এর আগে অধিনায়ক মাশরাফি মুর্তজার নেতৃত্বে আজ সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৩৩ ওভার ২ বল শেষে কোনও উইকেট না হারিয়ে টাইগার্সদের সংগ্রহ ১৮২ রান। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের অপেনিং জুটি।

এর আগে ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ওপেনিং জুটিতে ১৭০ রান করেছিল শাহরিয়ার-মেহরাব জুটি। এবার ২১ বছর পর সেই রেকর্ড নিজেদের নামের পাশে লিখিয়ে নিলেন তামিম-লিটন। ভেন্যু ভিন্ন হলেও একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ওপেনিং জুটিতে এই রেকর্ড গড়েন তারা।

তাছাড়া আজকের ম্যাচ দিয়েই অধিনাকত্ব থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে নেতৃ্ত্ব দানের শেষ ম্যাচে টসে হারেন তিনি। অবশ্য টসে জিতলেও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।

এই ম্যাচ জেতার মাধ্যমেই পঞ্চাশতম ওয়ানডে জয়ের স্বাদ পাবেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads