• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ছেবি: সংগৃহীত

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টি কাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ ২০২০

দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল (বুধবার) জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচ জয় করে বেশ ফুরফুরে মেজাজেই আছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। সে দুর্দান্ত ফর্ম ধরে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অন্তত টি-টোয়েন্টি সিরিজে সমতা নিয়ে দেশে ফিরতে চায় সফরকারীরা। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে জয় তুলে নিতে চায় জিম্বাবুয়ে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল (বুধবার) সন্ধ্যা ছটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৪৮ রানে সফরকারীদের হারিয়েছে স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাস ও সৌম্য সরকারের জোড়া অর্ধশতকে তিন উইকেটে ২০০ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads