• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দোয়া চাইলেন করোনায় আক্রান্ত মাশরাফি

সংগৃহীত ছবি

ক্রিকেট

দোয়া চাইলেন করোনায় আক্রান্ত মাশরাফি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দোয়া চান তিনি।

মাস্ক পরিহিত অবস্থায় নিজের একটি ছবি দিয়ে মাশরাফি লেখেন, ‘আজকে আমার রেজাল্টে কোভি-১৯ পজিটিভ এসেছে। আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।’

বর্তমানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে মাশরাফি জানান, ‘আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।’

সব শেষে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল এ অধিনায়ক।

গত ১৮ মে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি অনলাইন নিলামে মাশরাফি তার সবচেয়ে পছন্দের ব্রেসলেট ৪২ লাখ টাকায় বিক্রি করেছিলেন।

আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিনান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) ১৮ বছর ধরে মাশরাফির সঙ্গী হিসেবে থাকা ঐতিহাসিক এ ব্রেসলেটটি কিনেছিল। ব্রেসলেট বিক্রি থেকে অর্জিত আয়ের পুরো টাকাটা মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’এর মাধ্যমে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হাব।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে তিন হাজার ২৪০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত এবং ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক লাখ আট হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন এক হাজার ৪২৫ জন। আক্রান্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads