• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ জুলাই ২০২০

করোনাভাইরাসের মহামারির কারণে চলতি বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা দিল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সোমবার আইসিসির বাণিজ্যিক সংস্থা আইবিসি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও, আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২১ বিষয়েও পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে বল সভায় সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ থেকে অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ ম্যাচের বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিল।

আইসিসির সভায় বৈশ্বিক মহামারির কারণে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে আগামী ২ বছর বিশ্বব্যাপী আয়োজিত ইভেন্টগুলো আয়োজনের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়েও সম্মত হয়েছেন সবাই।

যদিও এরই মধ্যে এ ইভেন্টের আয়োজনের সকল কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুসারেই চলতে থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় সুবিধা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আইপিএল আয়োজনে তাদের আর কোনো সমস্যা থাকল না।

পরিস্থিতি স্বাভাবিক না হলেও চলতি বছরের শেষের দিকে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরতের মাটিতে আইপিএল অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads