• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
কাঠগড়ায় শাকিব খান!

চিত্রনায়ক শাকিব খান

সংগৃহীত ছবি

ঢালিউড

সেট থেকে

কাঠগড়ায় শাকিব খান!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শাকিব খান। উপস্থিত আছেন তার পক্ষের আইনজীবী। এজলাসে বসে আছেন বিচারক। জোড়া খুনের অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার চলছে। বাস্তবে নয়, চলচ্চিত্রে। মঙ্গলবার এফডিসির একটি ফ্লোরে আদালতের সেট নির্মাণ করা হয়েছে। সেখানেই চলছিল এ দৃশ্যধারণ।

খোঁজ নিয়ে জানা গেছে, শাহিন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির চিত্রায়ণে অংশ নিয়েছেন শাকিব। ছবির গল্পের প্রয়োজনেই কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন শবনম বুবলী। গল্পের প্রয়োজনে তিনিও আদালতের চিত্রায়ণে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ছবির পরিচালক জানান, টানা তিন দিন চিত্রায়ণ চলবে এফডিসিতে। আদালতের সিক্যুয়েন্স শেষ হলে কিছু ফাইটের দৃশ্য ধারণ হবে এখানে। ছবিতে দর্শক ভালো একটি গল্প পাবেন। ছবির নাম পরিবর্তন হবে। সময় হলেই সব জানিয়ে দেওয়া হবে। শাকিব-বুবলী দুজনই ছবির চিত্রায়ণে অংশ নিচ্ছেন। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবিতে শাকিব-ববুলী ছাড়াও আরো অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলা প্রমুখ। পরিচালক আশা করেন এ ছবিটি দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।

গত ২৬ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ছবির ঘোষণা দিয়েছিল শাপলা মিডিয়া। পরে ৫ জুলাই এ ছবিটি থেকে সড়ে দাঁড়াচ্ছেন বলে বাংলাদেশের খবরকে জানিয়ে ছিলেন বুবলী। সেই সময় তিনি বলেন, আমি সংখ্যায় নয়, কাজের মানে বিশ্বাসী। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটি আমি করছি না। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি।’

এর আগে শাকিব খানকে নিয়ে ‘নষ্ট’, ‘খোদার পরে মা’, ‘মনে বড় কষ্ট’, ‘একবুক জ্বালা’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘সন্তান আমার অহঙ্কার’ শিরোনামের বিভিন্ন ছবি নির্মাণ করেছেন শাহিন সুমন। সর্বশেষ শাকিব খানকে নিয়ে ‘লাভ ম্যারেজ’ নির্মাণ করেছেন এ পরিচালক জুটি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি ব্যবসায়িক দিক থেকে দারুণ সফলতা পেয়েছিল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads