• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘উনার বেশিরভাগ ছবিতে আমি অভিনয় করেছি’

আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ ছবিতে ববিতা

সংগৃহীত ছবি

ঢালিউড

স্মৃতিচারণ

‘উনার বেশিরভাগ ছবিতে আমি অভিনয় করেছি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৮

‘আমজাদ ভাই আমাদের মাঝে নেই এ কথাটা শুনেই আমি খুব আহত হয়েছি। আমি এখনো মর্মাহত। আমজাদ ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। যেগুলো বলে শেষ করা যাবে না। উনার বেশিরভাগ ছবিতে আমি অভিনয় করেছি। তার ছবিগুলো যেমন পুরস্কৃত হতো তেমনি ব্যবসাও করত।’ বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন সম্পর্কে স্মৃতিচারণ করতে চাইলে আপ্লুত কণ্ঠে এমনটাই বলেন চিত্রনায়িক ববিতা।

চলচ্চিত্রে আমজাদ হোসেন একজনই ছিলেন— উল্লেখ করে ববিতা আরো বলেন, ‘মৃণাল সেনও আমজাদ ভাইয়ের ছবির প্রশংসা করেছেন। উনাকে কেউ ভুলতে পারবে না। তিনি একজনই।’

ছেলের সঙ্গে এখন প্রায় সময়ই দেশের বাইরে থাকেন ববিতা। তাই শেষ সময়ে তার সঙ্গে দেখা কম হয়েছে ববিতার। আমেরিকা থেকে ফেরার পথে আমজাদ হোসেনের অসুস্থতার খবর পান ববিতা। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এমনটাই জানান ববিতা। তিনি বলেন, ‘দেশে ফিরে আমজাদ ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম। ভেবেছিলাম, তিনি সুস্থ হয়ে উঠবেন। আবার আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু সে ভাবনা আর সত্যি হলো না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমজাদ ভাই আমাদের ছেড়ে চলে গেছেন।’

আমজাদ হোসেনের সঙ্গে সর্বশেষ ‘গোলাপী এখন ঢাকায়’ ছবিতে অভিনয় করেছিলেন ববিতা। শুটিংয়ের স্মৃতিচারণ করে ববিতা বলেন, ‘আমজাদ ভাই অন্য পরিচালকদের থেকে একদম আলাদা ছিলেন। উনার সেটে আমরা সবসময় সিরিয়াস থাকতাম। মানিকগঞ্জে একবার শুটিংয়ে গিয়ে দেখি, আমাদের রুম ঠিক নেই, রুমের ভেতরে লাইট নেই। আমাদের রাতের খাবারেরও কোনো ব্যবস্থা নেই। পরে আমরা পাশের দোকান থেকে বাল্ব এনে লাগিয়েছি। হোটেল থেকে ভর্তা, মাছ কিনে এনে খেয়েছি। সবাই খুব আনন্দ করে এ কাজগুলো করেছিলাম। কারণ ছবিটা ছিল আমজাদ হোসেনের।’

আলাপের শেষদিকে ববিতা বলেন, ‘সত্যি আমজাদ ভাইয়ের চলে যাওয়া মেনে নিতে পারছি না। ভাবতেই কষ্ট হচ্ছে। অনেক স্মৃতি ভেসে আসছে, অনেক ঘটনা মনে পড়ছে। তাড়াতাড়ি আপনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনার সঙ্গে আরো গল্প করার ছিল। সেটা আর হলো না। আমজাদ ভাই, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমজাদ ভাই, আপনি অসাধারণ লোক ছিলেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads