• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দুলাভাই জিন্দাবাদ

দুলাভাই জিন্দাবাদ নাটকে নিলয় ও শশী

ছবি : সংগৃহীত

ঢালিউড

দুলাভাই জিন্দাবাদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

গ্রামের নাম মনোহরপুর। হুমায়ুন সওদাগর এলাকার একজন সৎ পাট ব্যবসায়ী। তার সাত মেয়ে। পুত্র সন্তানের আশায় একে একে সাত মেয়ের পর স্ত্রী হাসনাহেনা রোগভোগে মারা যাওয়ায় সংসার আর বড় হতে পারেনি। ফুলের নামেই হাসনাহেনা তার মেয়েদের নাম রেখে গেছেন। বড় মেয়ের নাম শেফালি, মেজ মেয়ের নাম বকুল, এরপর বয়সের ক্রমানুসারে বেলী, জুঁই, জবা, শিউলি ও চাঁপা। বড় মেয়ে শেফালির বিয়ে দিতে হুমায়ুনকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বিয়ের সময় শর্ত ছিল ছেলেকে অবশ্যই ঘরজামাই থাকতে হবে। বর্তমান জামানার ছেলেরা ঘরজামাই থাকতে একেবারেই নারাজ, তাই অনেক কষ্টে পাশের গ্রামের কুদ্দুসকেই তাকে বেছে নিতে হয়েছে। কুদ্দুস খুব রসিক এবং প্রাণখোলা মানুষ। সারাক্ষণ হই-হুল্লোড়ের মধ্যে থাকতে পছন্দ করে সে। তার প্রধান কাজ হলো শ্বশুরের ধন-সম্পদের তদারকি করা এবং শ্যালিকাদের দিকে খেয়াল রাখা যেন তারা গোল্লায় না যায়। শেফালি একটু মুখরা টাইপের। সামান্য কারণেই চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে। এই বিষয়টা আবার কুদ্দুসের মোটেও পছন্দ নয়, তবু শ্বশুরবাড়িতে থাকতে হয় বলে মুখ বুজে সবকিছু সে মেনে নেয়। কুদ্দুসের শ্যালিকাদের পাওয়ার আশায় এলাকার যুবক শ্রেণি কুদ্দুসের কথামতো চলতে শুরু করে। ঘটতে থাকে বিভিন্ন মজার ঘটনা।

এসব মজার ঘটনা নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। শাহীন সরকারের গল্প ভাবনায় নাটকটির নাট্যরূপ করেছেন মানস পাল। পরিচালনা করেছেন শাহীন সরকার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আ খ ম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী, নিসা, অহনা, ঐশি, তন্দ্রা, শেলী আহসান, অহনা প্রমুখ। আজ রাত ৮টা ১৫ মিনিটে দেশ টিভিতে নাটকটি প্রচার হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads