• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পরিচালকের প্রশংসা পেলেন পপি

পপি

ঢালিউড

পরিচালকের প্রশংসা পেলেন পপি

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ৩০ মার্চ ২০১৯

অভিনয়ের জন্য পপি প্রশংসিত হবেন এটাই স্বাভাবিক। কারণ অভিনয়ে তিনি সিদ্ধহস্ত। আর তাই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে পপির ভাষ্যমতে একই পুরস্কার তিনি আরো পেতে পারতেন যদি নির্দিষ্ট সময়ে পুরস্কারের জন্য সুবিচার হতো। কিন্তু হয়নি বলেই অনেক চলচ্চিত্রে খুব ভালো অভিনয় করার পরও পপির ভাগ্যে আর জোটেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে পপি তার অভিনয় জীবনের সেরাপ্রাপ্তি হিসেবে বিবেচনা করেন দর্শকের অকৃত্রিম ভালোবাসা। যে ভালোবাসার কোনো কমতি চোখে পড়েনি তার এই সময়ে এসেও। আর তাই এখনো দর্শক নতুন নতুন কাজে তার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সর্বশেষ পপি অভিনীত প্রথম ওয়েব সিরিজ অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’তে পপির অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। পরিচালক সাদেক সিদ্দিকীর ভাষ্যমতে, তার নির্দেশিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় পপি অসাধারণ অভিনয় করেছেন। এরই মধ্যে সিনেমার কাজ শেষ করেছেন পপি।

‘এই সিনেমায় পপির অভিনয়ে মুগ্ধ হবেন দর্শক, এটা আমি নিশ্চিত বলতে পারি। এর আগে পপি অনেক সিনেমাতেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এই সিনেমায় পপিকে একেবারেই নতুনরূপে দেখতে পাবেন দর্শক। তাই আমি অনেক বেশি আশাবাদী পপিকে নিয়ে।’ বললেন সাদেক সিদ্দিকী। একইরকম ভাষ্য পপির। পপি বলেন, ‘এই সিনেমার কাজ শুরু করেছিলাম গত বছরের শুরুর দিকে। শেষ হওয়ার কথা ছিল গত বছরই। কিন্তু নানান জটিলতায় সিনেমার কাজ আটকে গিয়েছিল। অবশেষে শেষ হলো সিনেমার কাজ। সবমিলিয়ে ‘সাহসী যোদ্ধা’ দর্শকের দেখার মতো একটি সিনেমা হয়েছে। তাই আমিও সিনেমাটি নিয়ে আশাবাদী। আমার সহশিল্পী হিসেবে আছেন আমিন খান। আমাদের দুজনের অনবদ্য অভিনয়ও দর্শকের ভালো লাগবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads