• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ঢালিউড

পহেলা বৈশাখ থেকে ‘মনের জাদুকর’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৯

দুরন্ত টেলিভিশনে নতুন ধারাবাহিক নাটক ‘মনের জাদুকর’ প্রচার শুরু হচ্ছে আগামী পহেলা বৈশাখ থেকে। নাটকটির গল্প লিখেছেন মাতিয়া বানু শুকু, পরিচালনা করেছেন দীপংকর দীপন। মানুষ চলে তার মন দিয়ে। আর মন চলে কিসে? একেক ধরনের পরিস্থিতিতে মনে একেক ধরনের আবেগ তৈরি হয় আর মানুষ সে অনুযায়ী আচরণ করে। এখন যদি মনের এই আবেগগুলোকে মানুষের চরিত্র হিসেবে রূপ দেওয়া যায়, তা হলে কেমন হয়? রাতুলকে ঘিরে এমন কিছু ভাবনা থেকেই ধারাবাহিক নাটক ‘মনের জাদুকর’।

ধারাবাহিক এই নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, গোলাম ফরিদা ছন্দা, লাকী ইনাম, সাজু খাদেম, ফারুক হোসেন কাদেরী, আনন্দ খালেদ, মুগ্ধ, মোহনা মেহজাবিনসহ অনেকে। ধারাবাহিকটি আগামী রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে বলে টেলিভিশনসূত্রে জানা গেছে।

পরিচালক দীপন জানান, দুরন্ত টেলিভিশনের দর্শকের কথা চিন্তা করেই তিনি এ নাটকটি নির্মাণ করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads