• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ঢালিউড

শুরু হচ্ছে ‘গুড্ডুবুড়া’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৯

ছোটদের জন্য লেখা আনিসুল হকের মজার চরিত্র ‘গুড্ডুবুড়া’। এতদিন গুড্ডুবুড়া বইয়ের পাতাতেই ছিল। এবার ছোটদের প্রিয় এই চরিত্র নাটক হয়ে আসছে টেলিভিশন পর্দায়। নাটকের নাম ‘গুড্ডুবুড়া’। ২৬ পর্বের এই ধারাবাহিকটি নির্মাণ করেছেন তোফায়েল সরকার। আর নাটকটি প্রচার শুরু হবে কাল শুক্রবার থেকে দুরন্ত টিভিতে।

গুড্ডুবুড়ার বয়স ৮। তাকে নিয়ে মা-বাবা. আছেন মহাচিন্তায়। সে ঠিকমতো খায় না। তাই তার বুদ্ধিও হয় না। গুড্ডুবুড়া যখন ঠিকমতো খায়, তখন সে বুদ্ধিমান হয়ে যায়। মাথা খাটিয়ে সে অনেক মজার মজার কাণ্ড করে। ছোট্ট এই ছেলেটির চমৎকার সব বুদ্ধিমত্তার গল্প নিয়েই নাটক ‘গুড্ডুবুড়া’।

ধারাবাহিক এই নাটকে গুড্ডুবুড়ার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাওসার বিন মামুন এবং গুড্ডুবুড়ির চরিত্রে রয়েছে শিশুশিল্পী তাসফিয়া আনান রুপন্তি। এছাড়া মা-বাবার চরিত্রে রয়েছেন ফারহানা মিলি ও রওনক হাসান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফকরুল ইসলাম, সোনিয়া হাসান, পাভেল ইসলামসহ অনেকে। নাটকটির শীর্ষ সঙ্গীত রচনা করেছেন কবির বকুল।

দুরন্ত টিভিতে প্রতি শুক্র ও শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে সম্প্রচার হবে ২৬ পর্বের নতুন এই ধারাবাহিক নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads