• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ঢালিউড

সাপলুডু মুক্তির অপেক্ষায় মিম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত নায়িকা বিদ্যা সিনহা মিম চলচ্চিত্রে তার অভিনয়জীবনের সেরা অভিনয় করেছেন বলে জানান ‘সাপলুডু’ সংশ্লিষ্ট সবাই। ছবিটি নির্মাণ করেছেন ছোটপর্দার পরিচালক গোলাম সোহরাব দোদুল। এই ছবিতে বিদ্যা সিনহা মিম পুষ্প চরিত্রে অভিনয় করেছেন। নির্মাণসংশ্লিষ্টরা আশা করছেন ছবিটি মুক্তি পেলে পুষ্প চরিত্রে মিমের অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন।

গেল পহেলা বৈশাখে ‘সাপলুডু’ মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এই চলচ্চিত্রে বিদ্যা সিনহা মিমের বিপরীতে আছেন আরিফিন শুভ।

এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘দোদুল ভাইয়ের নির্দেশনায় সাপলুডু চলচ্চিত্রে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি পুষ্পকে যথাযথভাবে পর্দায় তুলে ধরতে, পুষ্প’তে মগ্ন থাকতে। ইউনিটের সবাই আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন, এটাও আমার এক ধরনের প্রাপ্তি। সাপলুডু নিয়ে অন্য অনেকের মতো আমিও ভীষণ আশাবাদী। কারণ এর গল্প এবং নির্মাণশৈলী নিঃসন্দেহে অসাধারণ। যে কারণে দর্শক এই ছবিটি দেখতে আগ্রহী হয়ে উঠবেন বলে মনে করছি।’

গেল ঈদে গোলাম সোহরাব দোদুলেরই নির্দেশনায় বিদ্যা সিনহা মিম ‘নীল দরজা’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এতেও মিমের অভিনয় বেশ প্রশংসিত হয়। এতে তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। অবশ্য ‘নীল দরজা’য় কাজ করার আগে মিম অনিমেষ আইচের নির্দেশনায় ‘বিউটি অ্যান্ড বুলেট’ নামক ওয়েব সিরিজেও কাজ করেছিলেন। তবে এটি এখনো প্রচারে আসেনি। এতে মিমের বিপরীতে আছেন তাহসান খান।

মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল অঙ্কিত আদিত্য পরিচালিত ‘থাই কারি’। মিম অভিনীত প্রথম ছবি ছিল হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মিম তার আজকের এই অবস্থানের পেছনে সব সময়ই কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বাবা বীরেন্দ্র নাথ সাহা ও মা ছবি সাহার কাছে।

কোরবানির ঈদে নতুন কোনো ওয়েব সিরিজে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘বেশ কয়েকজনের সঙ্গে ওয়েব সিরিজে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। তবে এখনো চূড়ান্ত নয়, তাই কারো নাম প্রকাশ করতে চাচ্ছি না। তবে যদি করি সেটি হবে দর্শকের জন্য চমক।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads