• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

নজরুল ইসলাম মঞ্জু

সংরক্ষিত ছবি

নির্বাচন

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা মঞ্জুরের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সোমবার কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের ফলকে নিজেদের অনুকূলে নিতে নানা কৌশল নিচ্ছে তারা। রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের কর্মীরা ভোটের দিন সকালে রাস্তায় মানুষের মধ্যে ভয়-আতঙ্ক ছড়াবে। তারপর কেন্দ্র অন্যরা সিল মারবে। ভোটের দিন মাঠ খালি রাখতে আজ রাত থেকে ব্লক রেইড দিয়ে গ্রেফতার অভিযান শুরু হবে বলেও তার কাছে খবর থাকার কথা জানান মঞ্জু।

গ্রেফতার সম্পর্কে মঞ্জু আরো বলেন, এখন পর্যন্ত গণগ্রেপ্তার থামছে না। রবিবার রাতেও ১৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে । এখন পর্যন্ত ১৩৭ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে এক সপ্তাহে আড়াইশ নিরীহ মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। খালিশপুরে ছেলের জন্য বাবাকে গ্রেফতার করা হয়েছে।

নানা নির্যাতনের অভিযোগ তুলে মঞ্জু বলেন, ‘যা কিছুই হোক, আমরা মাঠে থাকব। আওয়ামী লীগের রাজনীতির হিংস্র চেহারা জনগণ ও দেশবাসীকে দেখাতে চাই। আওয়ামী লীগ ও এ নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটাও জনগণের কাছে প্রমাণ করে দিতে চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads