• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জামায়াত ছাড়াই সিলেটে আরিফের নির্বাচনী কমিটি

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন

প্রতীকী ছবি

নির্বাচন

জামায়াত ছাড়াই সিলেটে আরিফের নির্বাচনী কমিটি

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৮

জামায়াতে ইসলামীকে ছাড়াই সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে ২০ দলীয় জোট নেতাদের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরীর কাজিটুলাস্থ সদর উত্তর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক। সদস্য সচিব করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ক্ষুদ্রঋণ বিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাককে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোরআন তেলাওয়াত করেন খেলাফত মজলিসের সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।

সভায় বক্তারা বলেন, ২০ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয় সুনিশ্চিত। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নগরবাসী তাদের ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীকে তারা ভোট দিতে চায়। এজন্য কেন্দ্রীয় ২০ দলীয় জোটের নির্দেশনা মেনে সিসিক নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সভাপতি প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বিজেপি সিলেট বিভাগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলার সিনিয়র সহসভাপতি মুফতি আবুল কারিম হক্কানী, মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খসরু, হুমায়ুন কবীর শাহীন, অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ, ফখরুল ইসলাম ফারুক, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সরকার, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল মালিক চৌধুরী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকান্দর, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা আ ফ ম কামাল চৌধুরী, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি আবদুল হান্নান তাপাদার, এলডিপি সিলেট মহানগর শাখার সভাপতি সায়েদুর রহমান চৌধুরী, এলডিপি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাগপা সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহজান আহমদ লিটন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাশুক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, ময়নুল হক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, আবুল কাশেম, মহানগরের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, এনডিপি সিলেট মহানগরের সভাপতি জসিম উদ্দিন, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাসুদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় যুব জমিয়তের আহ্বায়ক আক্তারুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।

মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খসরু ও কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশি তল্লাশির নিন্দা জানানো হয় ওই সভায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads