• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
প্রতীক নিয়ে প্রচারে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

সিটি করপোরেশন নির্বাচন

সংরক্ষিত ছবি

নির্বাচন

তিন সিটি নির্বাচন

প্রতীক নিয়ে প্রচারে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে গতকাল মঙ্গলবার সকালে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এর পরপরই আনুষ্ঠানিক প্রচার ও গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। সিটি তিনটিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন করছেন বিভিন্ন দলের মনোনীত মেয়র প্রার্থীরা। স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কমিশন থেকে নিজ পছন্দে কিংবা লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোট গ্রহণ হবে।

রাজশাহী সিটি করপোরেশনে (রসিক) মেয়র পদে নির্বাচন করছেন ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন। বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) মেয়র ৬, সাধারণ কাউন্সিলর ৯৪ এবং ৩৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট সিটি করপোরেশনে (সিসিক) মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহী ব্যুরো, বরিশাল প্রতিনিধি ও সিলেট ব্যুরোর পাঠানো খবর—

রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এর পরপরই প্রচারে নেমে যান প্রার্থীরা। রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিয়ার রহমান জানান, মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান কাঁঠাল, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ হাতি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন সংবাদ সম্মেলন ডেকে নির্বচানী ইশতেহার ঘোষণা করেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরের সাহেববাজার ও গৌরহাঙ্গা এলাকায় গণসংযোগ করে নৌকায় ভোট চান লিটন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল গতকাল দুপুর থেকেই গণসংযোগ শুরু করেন। এর আগে তিনি নগরীর নিউমার্কেট এলাকার আল-জামিয়া আল-ইসলামিয়া আল্লামা মুহাম্মদ মিয়া কাসেমী (রহ.)-এ (ইসলামিয়া মাদরাসা) গিয়ে বড় হুজুরের দোয়া নেন। দুপুর ১২টায় শাহ্ মখ্দুম রুপোশ (রহ.)-এ মাজার জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান গতকাল প্রতিদ্বন্দ্বী ৬ মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রার্থীরা প্রতীক পেয়েই ছাপাখানায় পোস্টার, লিফলেট ছাপানো শুরু করেছেন এবং আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সভাকক্ষে পর্যায়ক্রমে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দলীয় ও পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা, বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার ধানের শীষ, জাতীয় পার্টির (এরশাদ) ইকবাল হোসেন তাপস লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবাইদুর রহমান (মাহবুব) হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির আবুল কালাম আজাদ কাস্তে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের ডা. মণীষা চক্রবর্তী মই প্রতীক বরাদ্দ পেয়েছেন। ওয়ার্ডগুলোর সাধারণ কাউন্সিলররা প্রতীক পেয়েছেন ঘুড়ি, লাটিম, ঠেলাগাড়ি, কাঁটাচামচ, টিফিন ক্যারিয়ার ও লাঠি। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা পেয়েছেন আনারস, বই, হেলিকপ্টার প্রতীক।

নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে আওযামী লীগ এরই মধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে অস্থায়ী দলীয় ওয়ার্ড কার্যালয় স্থাপন করেছে। বিএনপিও নির্বাচনী প্রচারের জন্য অস্থায়ী ওয়ার্ড কার্যালয় খুলবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সিলেট : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়েন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বদরউদ্দিন আহমদ কামরান নৌকা, বিএনপির আরিফুল হক চৌধুরী ধানের শীষ, নাগরিক কমিটি মনোনীত বদরুজ্জামান সেলিম বাসগাড়ি, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের টেবিলঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন হাতপাখা, সিপিবি-বাসদ মনোনীত আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন। সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা। শাহজালাল (র.) মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ অন্য মেয়র প্রার্থীরা। তারা মাজার জিয়ারতের পর দরগাগেট এলাকায় গণসংযোগ করেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জয়ের আশাবাদ ব্যক্ত করেন মেয়র পদে দুই প্রধান প্রতিদ্বন্দ্ব্বী আরিফুল হক চৌধুরী ও বদরউদ্দিন আহমদ কামরান।

সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত, ষড়যন্ত্র চলছে। সিলেটবাসী আমাকে অনেক সহযোগিতা করেছেন। আশা করি আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে সিলেটবাসী ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। নগরীর উন্নয়নে আমি জীবন বাজি রেখে কাজ করে যাব।

আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান বলেন, নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আশা করছি ৩০ জুলাইয়ের ভোটের ফল আমাদের পক্ষেই আসবে।

এ ছাড়া প্রচারের শুরুতে জয়ের আশাবাদ ব্যক্ত করেন বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম ও স্বতন্ত্র প্রার্থী জামায়েত নেতা এহসানুল মাহবুব জুবায়েরও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads