• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

আজ শনিবার সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম

ছবি সংগৃহীত

নির্বাচন

‘সিলেট সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে’

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

আজ শনিবার সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কাউকে প্রশ্ন তুলতে দেওয়া হবে না। প্রার্থীরা প্রত্যেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিলে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।’

নিরপেক্ষ ও নির্বিঘ্ন নির্বাচন আয়োজনের জন্য সিলেটে পর্যাপ্ত র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েনের কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে অস্ত্র ও অস্ত্র ছাড়া আনসার বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি প্রয়োজনের তুলানায় বেশি মোতায়েন করা হবে।

রফিকুল ইসলাম বলেন, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ প্রশাসন অযথা কোনো হয়রানি করবে না, কোন কর্মকর্তা অযথা হয়রানি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বক্তব্য তুলে ধরেন।

আগামী ৩০ জুলাই সিলেটসহ ৩ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। বর্তমানে প্রার্থীরা প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের সভাপতিত্বে ৭ মেয়র প্রার্থী ছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান এবং জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান এ সময় বক্তব্য রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads