• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
নানামুখী চ্যালেঞ্জে পড়েছেন মেয়র প্রার্থী আরিফুল হক

সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আরিফুল হক

সংরক্ষিত ছবি

নির্বাচন

সিলেট সিটি নির্বাচন

নানামুখী চ্যালেঞ্জে পড়েছেন মেয়র প্রার্থী আরিফুল হক

  • আবু তাহের চৌধুরী, সিলেট
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও আগামী নির্বাচনে বিএনপির এই মেয়র প্র্রদপ্রার্থী এখন নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। এর মধ্যে প্র্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পরই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘরের আগুন। দলের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।

স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞ আরিফুল হক চৌধুরীর নির্বাচন মাঠ নষ্ট করছেন স্বতন্ত্র প্রার্থী সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। অনেক চেষ্টা-প্রশংসা করেও সেলিমকে নমনীয় করতে না পেরে চরম বেকায়দায় পড়েছেন আরিফ। কারণ সেলিম সবসময় দলের সুখ-দুঃখে পাশে ছিলেন। সেজন্য তার নিজস্ব কর্মী বাহিনী রয়েছে। তারা প্রকাশ্যে না হলেও গোপনে কাজ করছেন সেলিমের পক্ষে। এজন্য নির্বাচনের শেষ মুহূর্তে ব্যস্ত সময়ে নিজের দলের লোকের মান ভাঙাতেই অনেক সময় ব্যয় করছেন।

পাশাপাশি ২০ দলীয় জোট ভেঙে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহানগর জামায়েতের আমির এহসানুল মাহবুব জুবায়ের। তিনিও আরিফের বিরুদ্ধে মাঠে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সিলেটকে দেশের একটি সুন্দরতম শহর হিসেবে দেখতে চাই।

বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায় বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন জনগণ আমার পক্ষে রাস্তায় নেমে এসেছে। আমি কেবল স্বপ্ন দেখাই না, স্বপ্ন বাস্তবায়ন করি। আমি যা বলি তাই করি। এই নগরীতে ২০১০ সালে একটি মাস্টার প্ল্যান হয়েছিল যা একেবারেই অবাস্তব ও অনুপযোগী।

এসব নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে নগরীতে চালানো প্রচার প্রচারণায় আরিফুল হক চৌধুরী সিলেটকে একটি আদর্শ নগরী গড়ে তুলতে আরেকবার নগরবাসীর রায় প্রত্যাশা করেন। বলেন, আপনারা অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে আবারো বিজয়ী করে নগর ভবনে পাঠাবেন। আমি আপনাদের সন্তান। আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আমার পাশে থাকুন। আরিফ তার প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় আমাদের সুনিশ্চিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads