• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
 সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : ইসি

সিলেট সিটি নির্বাচন

প্রতীকী ছবি

নির্বাচন

সিলেট সিটি নির্বাচন

 সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : ইসি

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রচারণায় বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন মেয়র প্রার্থীরা। তবে এর মাঝেই সিলেটে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার নগরীতে অনুষ্ঠিত প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

ভোটের আগেই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। একে অপরের বিরুদ্ধে নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা, নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও আটকসহ নানা অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগ রয়েছে, গত বুধবার মধ্যরাতে নগরের বন্দরবাজারে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের পোস্টার লাগাতে আসে তিন শ্রমিক। এ সময় নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলে লোকমান নামের এক শ্রমিককে মারধর করে পুলিশে দেয় কয়েকজন যুবক। খবর পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ছুটে যান আরিফুল হক। ওই শ্রমিককে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন তিনি। পুলিশ না ছাড়ায় ফাঁড়ির সামনে নেতাকর্মীদের নিয়ে অনশনে বসেন আরিফ। তিনি বিষয়টি নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে ফোনে কথা বলেন। পরে কামরান পুলিশের সঙ্গে কথা বলে ওই শ্রমিককে ছাড়িয়ে দেন।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি কামরান বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে বিএনপির প্রার্থী আরিফের পোস্টার লাগানোর সময় জনতা এক শ্রমিককে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিককে ছেড়ে দিতে বলি।’ পাশাপাশি নগরের চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন কামরান। তবে কামরানের অভিযোগ অস্বীকার করে আরিফ বলেন, ‘আমার পোস্টার লাগানোর দায়িত্বে থাকা শ্রমিকের এত সাহস নেই যে, সে অন্য কারো পোস্টার ছিঁড়বে। তাদের (কামরান) ক্ষমতা আছে, তারা সেই ক্ষমতা কাজে লাগাচ্ছেন।’

মহানগর জামায়াতের আমির ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরও তার পোস্টার ছেঁড়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কারা ছিঁড়েছে তা জানি না। আমরা আইন মেনে চলছি।’ সিলেট মহানগর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম অভিযোগ তুলেছেন, তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন বিএনপি প্রার্থী আরিফুল। সেলিম বলেন, ‘৩৯ বছর যে দল (বিএনপি) করেছি, সেই দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। সেই দলের মেয়র প্রার্থী আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন, যাতে তারা আমার সঙ্গে কাজ না করে।’ তবে সেলিমের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে আরিফ বলেন, ‘তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে দলের কারো কোনো সম্পর্ক নেই।’

এদিকে সিলেটে শতভাগ নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সিলেট সিটি করপোরেশনে সার্বিক নির্বাচনী পরিস্থিতি অত্যন্ত সুন্দর। কোনোরকম অনিয়ম নেই। প্রার্থীরা স্বাধীনভাবে প্রচারণা চালাচ্ছেন। কোনো বাধা-বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে না।’ নগরীর রিকাবী বাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে গতকাল বেলা সাড়ে ১১টায় প্রার্থীদের সঙ্গে ইসির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান। এতে নির্বাচনে অংশগ্রহণকারী ১৯৬ প্রার্থী উপস্থিত ছিলেন।

অন্যদিকে নানা অভিযোগ সত্ত্বেও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থীরা। এ দিন নগরীর কামালগড় ও আশপাশের এলাকায় গণসংযোগ চালান আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী এ দিন নগরীর দরগা মহল্লা, মীরের ময়দান, মাদরাসা মাঠের পশ্চিম এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপি এবং ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ দিন দলীয় প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানকে হাতপাখা মার্কায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল দুপুরে নগরীর আম্বরখানা পয়েন্টে এক পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘শাহজালাল (রহ.) চিন্তা-চেতনায় যে আদর্শ লালন করেছিলেন তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। নেতা নির্বাচনের ক্ষেত্রে সৎ, যোগ্য, ন্যায়-নীতিবান লোককে গ্রহণ করতে হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads