• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পরিবেশ অশান্ত হচ্ছে : সরোয়ার

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)

সংরক্ষিত ছবি

নির্বাচন

বরিশাল সিটি নির্বাচন

পরিবেশ অশান্ত হচ্ছে : সরোয়ার

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের প্রার্থীরা বিরামহীনভাবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আগামী ৩০ জুলাইয়ের ভোটগ্রহণকে সামনে রেখে উৎসবের আমেজে প্রচার চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দলীয় মেয়র প্রার্থী ও স্থানীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও প্রচারে যোগ দিচ্ছেন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নেতাকর্মীদের গ্রেফতারে আতঙ্কে থাকার কথা জানিয়েছেন কোনো কোনো মেয়র প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার গতকাল সোমবার সকালে নগরীর ত্রিশ গোডাউন, চরেরবাড়ী এলাকা, ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। ২০-দলীয় জোট সমর্থিত প্রার্থী সরোয়ার বলেন, নির্বাচনী পরিবেশ ক্রমেই অশান্ত হতে শুরু করেছে। বরিশাল সিটির মধ্যে বহিরাগতদের আনাগোনা বেড়েছে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন নিয়ে তিনি সন্দিহান। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিবুল আহসান রাজিবসহ স্থানীয় নেতারা।

এদিকে বিএনপির মেয়র প্রার্থী সরোয়ারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান বাংলাদেশের খবরকে বলেছেন, বর্তমানে বরিশালে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। বিএনপির প্রচারণায় মাইকিংয়ে বাধা দেওয়া হচ্ছে। ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সবকিছু মিলিয়ে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। চান আরো জানান, নির্বাচনের দিন তৃণমূল পর্যায়ের কয়েক স্তরের পোলিং এজেন্ট প্রস্তুত রাখা হয়েছে। শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এমন গুঞ্জন শোনা গেলেও গতকাল নগরীর কাউনিয়া, বিসিক এলাকা, কাশিপুর খ্রিস্টান কলোনিতে গণসংযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির নেতা অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুলসহ দলীয় নেতাকর্মীরা। এ ব্যাপারে অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুল গতকাল সকালে বাংলাদেশের খবরকে জানান, জাতীয় পার্টির মেয়র প্রার্থীর এখন আর নির্বাচন থেকে চলে আসার সুযোগ নেই। তাদের দলীয় প্রার্থীকে নিয়ে নগরীতে অপপ্রচার চালানো হচ্ছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করেন। এ সময় ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে নগরীর উন্নয়ন করার সুযোগ চান তিনি। গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত থেকে গণসংযোগ করেন।

অন্যদিকে বাসদের মই প্রতীকের মেয়র প্রার্থী ডা. মণীষা চক্রবর্তী নগরীতে গণসংযোগকালে অভিযোগ করে সাংবাদিকদের জানান, তার নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিআইপি গেট, স্টেডিয়াম কলোনি, চাঁদমারীসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মই প্রতীকের নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মণীষা বলেন, মানুষ চায় পরিবর্তন। তিনি মই প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads