• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

নির্বাচন

ইসির নয়া বিধান

সিলেটের ভোটকেন্দ্রের ভেতর সাংবাদিকদের ভিডিওতে না

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিলেট থেকে

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের আজকের ভোটে সাংবাদিকরা কী কী কাজ করতে পারবেন তা উল্লেখ করে নয়া বিধান দিয়েছে নির্বাচন কমিশন। ৯ দফা বিধিমালায় ভোটকেন্দ্রের ভেতর সাংবাদিকদের ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই বিধানের অনুলিপি প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান গতকাল রোববার তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, সাংবাদিকরা ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারবেন, কিন্তু কোনো ভিডিওচিত্র ধারণ করতে পারবেন না। তিনি বলেন, ‘আপনারা ছবি তুলতে পারবেন, নট ভিডিও। গোপন কক্ষে তো আপনি যেতেই পারবেন না। ভোট গণনার সময়ও আপনারা ভিডিও করতে পারবেন না।’

ভিডিও করতে বাধা কোন আইনে- জানতে চাইলে আলীমুজ্জামান বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা আছে। আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

অন্যায়ভাবে কেউ ব্যালট বাক্সে সিল মারছে- এমন ভিডিও নিতে সমস্যা কোথায় এমন প্রশ্নও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রিটার্নিং অফিসার। সাংবাদিকরা বিষয়টি নিয়ে চাপাচাপি করলে তিনি বলেন, ‘এটা হয়ে যাবে।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগের নির্বাচনের মতো হবে না। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।

সাংবাদিকরা জানান, এর আগের কয়েকটি সিটি নির্বাচনে কমিশনের আচরণ নিয়ে অভিযোগ আছে। এ সময় আলীমুজ্জামান বলেন, আমার দৃষ্টিতে আমার নির্বাচনী এলাকায় সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। একটি চমৎকার রাজনৈতিক সহাবস্থানের সংস্কৃতি এখানে বিরাজমান। তিনি জানান, ত্রিশ তারিখের ভোট নিয়ে কোনো শঙ্কার রিপোর্ট তিনি পাননি। সিলেটের প্রার্থীদের মধ্যে সুসম্পর্ক থাকায় নির্বাচনে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছেন না।

এদিকে নির্বাচন চলাকালে কাউকে গ্রেফতার না করতে নির্বাচন কমিশনের নির্দেশনার পরও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। কিন্তু গত রাতেও আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচার কমিটির সদস্য সচিবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মানছে কি না এমন প্রশ্নে রিটার্নিং কর্মকর্তা বলেন, বিষয়টি এমন নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads