• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরী

ছবি: সংগৃহীত

নির্বাচন

রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগ জয়ী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

রাজশাহী সিটি করপোরেশন ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন।

অন্যদিকে সিলেটে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। ১৩৮ কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট।

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট।

সোমবার রাত ১২টার সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। বরিশালের ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছে ১৬টি কেন্দ্রের ফল।

সোমবার একযোগে এই তিনি সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সহিংসতা, কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অভিযোগের মধ্য দিয়ে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads