• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জাতীয় নির্বাচনে নজর রাখছে জাতিসংঘ

লোগো একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতিসংঘ

নির্বাচন

জাতীয় নির্বাচনে নজর রাখছে জাতিসংঘ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে নজর রয়েছে জাতিসংঘের। এ নির্বাচন যেন সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং গ্রহণযোগ্য হয়, সেটাই চায় সংস্থাটি। জেনেভায় জাতিসংঘের সদর দফতরে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে এমন মন্তব্যই করেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশের সর্বশেষ তথ্য জাতিসংঘের নজরে রয়েছে এবং জাতিসংঘ তা পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ চায়, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হোক।

ফারহান হক আরো বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ নিয়মিতভাবে খোঁজখবর রাখছে। নির্বাচনের পরিবেশ ঠিক আছে কি না তা আমরা সময়মতো তুলে ধরব।

নির্বাচন কমিশন গত ৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads