• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দুপুরে নির্বাচন বিষয়ক সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট

ঐক্যফ্রন্টে নেতারা

নির্বাচন

দুপুরে নির্বাচন বিষয়ক সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আজ দুপুর ১টায় সিদ্ধান্ত জানাবে জাতীয় ঐক্যফ্রন্ট।

গতকাল শনিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ঐক্যফ্রন্টের দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রোববার ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন, আজকের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচন নিয়ে তখনই ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত জানতে পারবেন।

এর আগে রাত ৮টা থেকে ঐক্যফ্রন্টের বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরাম কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads