• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নির্বাচন ঘিরে তৎপর ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সংরক্ষিত ছবি

নির্বাচন

সব উন্নয়ন প্রকল্প এবং অনুদান বন্ধের নির্দেশ

নির্বাচন ঘিরে তৎপর ইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রায় প্রতিদিনই বিভিন্ন বৈঠক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, বিভিন্ন নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। গতকাল রোববারও নির্বাচনকালীন সময়ে সব ধরনের উন্নয়ন প্রকল্প বন্ধের নির্দেশনাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে কমিশন। একই সঙ্গে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সূত্র বলছে, গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়কে সব ধরনের প্রকল্প এবং অনুদান বন্ধ রাখতে চিঠি দেয় ইসি। তফসিল ঘোষণার দিন থেকে ফলাফলের গেজেট প্রকাশের আগ পর্যন্ত অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান ও অর্থ ছাড় না দিতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।

পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনো ধরনের অনুদান ঘোষণা বা বরাদ্দ কিংবা ছাড় দিতে পারবে না। রাজনৈতিক দল ও প্রার্থীও আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ৩ অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পত্তি, তথ্য অফিস, যানবাহন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনো সুযোগ-সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না।

প্রচারসামগ্রী সরাতে আরো তিন দিন সময়

মার্কেট, রাস্তাঘাট, যানবাহন, বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে  পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুনসহ প্রচারসামগ্রী রয়েছে, তা সরাতে আরো তিন দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবারের মধ্যে নিজ খরচে এসব তুলে ফেলার নির্দেশনা ছিল। প্রার্থীদের আবেদনের ফলে এই সময় ইসি আরো তিন দিন বাড়াল। নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যক্তি বা যৌথ মালিকানাধীন ভবন, প্রতিষ্ঠান, মার্কেট, যানবাহন ও স্থাপনায় প্রচারসামগ্রী রয়েছে সংশ্লিষ্ট মালিককে সেসব প্রচারসামগ্রী স্ব স্ব উদ্যোগ ও নিজ খরচে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো অপসারণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads