• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যেসব আসনে প্রার্থী নেই আ.লীগের

লোগো আ.লীগ

নির্বাচন

যেসব আসনে প্রার্থী নেই আ.লীগের

  • তানভীর আহমেদ সিদ্দিকী
  • প্রকাশিত ৩০ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে জটিলতা কাটেনি দুই বৃহৎ জোটে। প্রার্থী হতে আওয়ামী লীগের নামে যত মনোনয়নপত্র জমা পড়েছে, তার আড়াই গুণ বেশি মনোনয়নপত্র জমা হয়েছে বিএনপির নামে। এর মধ্যে ৩৬টি আসনে আওয়ামী লীগের নামে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।

৩৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই সেগুলো হচ্ছে—ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-১ ও ৩, লক্ষ্মীপুর-২, চট্টগ্রাম-২ ও ৫, ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, লালমনিরহাট-৩, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, বগুড়া-২, ৩, ৪, ৬ ও ৭, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-৩ ও ৬, পিরোজপুর-২ ও ৩, ময়মনসিংহ-৪ ও ৮, কিশোরগঞ্জ-৩, মুন্সীগঞ্জ-১, ঢাকা-৪, ৬ ও ৮, নারায়ণগঞ্জ-৫, সুনামগঞ্জ-৪, সিলেট-২ ও মৌলভীবাজার-২ আসন।

গতকাল বৃহস্পতিবার রাতে পাওয়া নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুসারে গত বুধবার শেষ দিন পর্যন্ত রিটার্নিং অফিসারদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ৩০৬৭ জন প্রার্থী। ওই দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছিল, তিন হাজার ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সংশোধিত হিসাব আসে কমিশন সচিবালয় থেকে। এ হিসাবে মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী দুই হাজার ৫৬৯ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২৮১, বিএনপির ৬৯৬।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রকৃত সংখ্যাটি জানা যাবে। এদিকে, ২৬৪টি আসনে ২৮১ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ৫৩টি আসনে নতুন মুখ। ১৭টি আসনে দুইজন করে প্রার্থী রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads